পরীক্ষা ছাড়াই ডাক বিভাগে চাকরির সুযোগ! চলছে বিপুল নিয়োগ, রইলো আবেদনের খুঁটিনাটি
সরকারি চাকরি তাও আবার বিনা পরীক্ষায়! শুধুমাত্র ফ্রম ফিল আপ করতে হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ এপ্রিল ২০২১, আবেদন জমা করার শেষ তারিখ ১০ জুন ২০২১। হাতে আর বেশি সময় নেই, এক্ষুনি অনলাইনে ফর্ম ফিল আপ শুরু করে দিন।
কারা দিতে পারবেন এই পরীক্ষা?
যাদের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে তারা এই ফর্ম ফিলাপ করতে পারবেন। স্বীকৃত স্কুল থেকে দশম শ্রেণি পাস হতে হবে। দশম শ্রেণিতে গণিত, স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পাস নম্বর থাকতে হবে। এছাড়াও, স্থানীয় ভাষার জ্ঞান বাধ্যতামূলক হওয়া উচিত।
কি ধরনের সরকারি চাকরি?
ভারতীয় ডাক (India Post) বিভাগে চাকরি পেতে পারেন বিনা পরীক্ষায়। ভারতীয় ডাকের appost.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আপনি। মহারাষ্ট্র গ্রামীণ ডাক সেবকদের পদগুলির জন্য আপনি আবেদন করতে পারেন। এই কাজের বেতন শুরু ১০ হাজার থেকে ১৪ হাজার পর্যন্ত।
আবেদন ফী কত?
এই কাজের জন্য মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারেন। যারা UR/OBC/EWS পুরুষ/ট্রান্স ম্যান এদের মধ্যে রয়েছেন, তারা আবেদন ফি হিসাবে দিতে হবে ১০০ টাকা। এক্ষেত্রে মহিলা এবং SC/ST-দের কোনও ফি দিতে হবে না। প্রয়োজনে https://appost.in/gdsonline/Home.aspx ক্লিক করতে পারেন।