Hair Care Tips: অল্প বয়সে চুল পেকে যাচ্ছে! জেনে নিন ঘরোয়া সমাধান
নানা কারণে কুচকুচে চুল একেবারে সাদা ফ্যাকাসে হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি নিয়মগুলো না মানেন তাহলে কিন্তু চুল সহজেই সাদা হয়ে যাবে, তবে অনেকেরই বাবা-মার যদি চুল তাড়াতাড়ি পেকে যায় সেক্ষেত্রে চুল তাড়াতাড়ি পেকে যেতে পারে। তবে উল্টোপাল্টা খাবার খেলেও কিন্তু তাড়াতাড়ি পেকে যেতে পারে, লিভারের সমস্যা থাকলে চুল পাকতে পারে। এই রকম যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন অসাধারণ এই টিপস। তবে একবার যদি চুল পেকে যায়, তাহলে তো সত্যিই কিছু করার নেই, তার আগে থেকেই আপনাকে এই সমস্যা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আর দেরি না করে আমাদের এই পেজে দেখে নিন কিভাবে ঘরোয়া উপায়ে পাকা চুলকে কালো করতে পারেন।
১) কালোজিরে – কালোজিরাকে খুব ভালো করে পেস্ট করে যদি নারকেল তেলের সঙ্গে লাগাতে পারেন, তাহলে চুল হবে কুচকুচে কালো। কালোজিরা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো যারা নিয়মিত কালোজিরা খেতে পারেন।
২) তিসি – তিসি চুলকে কালো করতে সাহায্য করে তিসির বীজ জলের মধ্যে ফোটাতে হবে অনেকক্ষণ ধরে। এরপর ছেঁকে দিলেই পেয়ে যাবেন আপনি অসাধারণ জেল, এই জেল কে আপনি যদি মাথায় নিয়মিত লাগাতে পারেন, আর যদি অসুবিধা থাকলে দিতে পারেন, নারকেল তেল। তাহলে দেখবেন আপনার চুল কত সুন্দর, পরিষ্কার, ঝকঝকে হয়ে গেছে এবং কালো কুচকুচে হয়েছে।
৩) চায়ের লিকার – চায়ের ভালো করে লিকার করে নিতে হবে। এরপর এর মধ্যে খুব ভালো করে দিয়ে দিতে হবে নারকেল তেল। নারকেল তেল একসঙ্গে যদি চুলে ভালো করে ম্যাসাজ করতে পারেন, তাহলে চুল হবে কুচকুচে কালো।
সতর্কীকরণ- উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনো রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।