BollywoodHoop Plus

Lata-Gulzar: এই ইচ্ছাটি অপূর্ণই থেকে গেল, মৃত্যুর আগে গুলজারের কাছে আক্ষেপ করেছিলেন লতা

লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) চলে গেছেন। রেখে গেছেন একরাশ স্মৃতি। আশা ভোঁসলে (Asha Bhonsle) গভীর রাতে ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তাঁর ও লতাদিদির শৈশবের ছবি। সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) এখনও জানেন না, তাঁর বান্ধবী লতা নেই। তিনিও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বেসরকারি হাসপাতালে। অপরদিকে গুলজার (Gulzar)-এর এখনও মনে পড়ছে বিগত দিনগুলির কথা।

লতা ভারতীয় চলচ্চিত্রের প্রায় সব সঙ্গীত পরিচালক ও গীতিকারদের সঙ্গে কাজ করেছেন। তাঁদের মধ্যে অন্যতম গুলজার। লতা তাঁর কাছে শব্দাতীত এক মিরাকল। 1963 সালে মুক্তিপ্রাপ্ত ‘বন্দিনী’ ফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন লতা ও গুলজার। এই ফিল্মের মাধ্যমে গীতিকার হিসাবে বলিউডে ডেবিউ করেছিলেন গুলজার। মনে একটু ভয় ছিল। কারণ তাঁর তৈরি গান স্থান পাবে লতার কন্ঠে। 2021 সালেও লতার জন্মদিনে মুক্তি পেয়েছিল গুলজারের লেখা ‘ঠিক নহি লাগতা’। অথচ গানটি রেকর্ড করা হয়েছিল ছাব্বিশ বছর আগে। গুলজার পরিচালিত ফিল্ম ‘কিনারা’-র গান আজ বড় বেশি সত্য, ‘মেরি আওয়াজ হি মেরি পেহচান হ্যায়’।

প্রায় সব নায়িকার লিপেই গান গেয়েছেন লতা। ফিল্ম হিট না হলেও লতার গান পেয়েছে অমরত্ব। গুলজার ও লতা জুটি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট গান। ‘খামোশি’, ‘কিনারা’, ‘রুদালি’, ‘মাসুম’ পেরিয়ে দীর্ঘ হয়েছে তালিকা। তবে গুলজার জানতেন লতার সুপ্ত বাসনার কথা।

একবার লতা বলেছিলেন, তাঁর একটি বাসনা অপূর্ণ থেকে যাবে। তিনি তাঁর প্রিয় নায়ক দিলীপ কুমার (Dilip Kumar)-এর জন্য গান রেকর্ড করতে পারবেন না। মহিলা হওয়ার কারণে লতার এই বাসনা কোনোদিন পূরণ হবে না। নেই দিলীপ কুমার, চলে গেলেন লতা। রবিবার সকাল থেকে গুলজারেরও মনে হচ্ছে ‘ঠিক নহি লাগতা’।

Related Articles