Hoop Life

রাতে ঘুমনোর আগে চুলের যত্ন নিন ঠিক এইভাবে

রাতে ঘুমাতে যাওয়ার সময় চুলের যত্ন নিলে আপনার চুল অনেক বেশি সুন্দর থাকবে। যারা চুল লম্বা করতে চাইছেন বা চুল পড়া বন্ধ করতে চাইছেন তারা সহজেই গ্রহণ করুন এই নিয়মগুলিকে।

১) শোওয়ার আগে চুল ভালো করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিতে হবে।

২) একদিন অন্তর একদিন চুল ভালো করে তেল দিয়ে পরিষ্কার করে আঁচড়াতে হবে।

৩) বড় চুল হলে চুল খুব বেশি জোরে বাঁধা যাবেনা। চুল কখনোই বেশি জোর করে চেপে বেঁধে রাখবেন না।

৪) রাত্রিবেলা চুল ভালো রাখতে গেলে বালিশের সবার সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।

৫) রাতে চুলের যত্ন নেওয়ার জন্য নারকেল তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে রাখতে পারেন।

৬) চুল সুন্দর রাখতে রাতে শুতে যাবার সময় নারকেল তেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল ভাল করে মিশিয়ে নিয়ে চুলের মধ্যে লাগিয়ে নিন।

Related Articles