Hoop Life

Hair Care Tips: চুল শুকোনোর সঠিক নিয়ম আজই জেনে নিন, অন্যথায় টাক পড়ার সম্ভাবনা

অকালে চুল পড়ে যাচ্ছে? চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চিরুনিতে ভর্তি চুল? স্নান করার পর চুল আঁচড়ালেও কি এই রকমই অবস্থা হচ্ছে? এইসব প্রশ্নের কি আপনার উত্তর হ্যাঁ? তবে অবশ্যই মেনে চলুন চুল শুকানোর পদ্ধতি। যদি সঠিক নিয়মে চুল না শুকোন, তাহলেও কিন্তু আপনার চুলের একেবারে দফা রফা হয়ে যাবে। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ সেই চুল শুকানোর পদ্ধতি সহজ টিপস।

১) স্নান করার পরে ভিজে চুল কখনোই আঁচড়ানো উচিত নয়, চুলকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর চিরুনি ব্যবহার করবেন।

২) চুল শুকানোর সময় চুলকে মাঝখান থেকে দুপা করে নিন বিশেষ করে যাদের বড় চুল তারা এই নিয়ম অনুসরণ করুন।

৩) অনেক সময় ড্রায়ার ব্যবহার করে অনেকেই চুল শুকন কিন্তু একেবারেই ড্রায়ার ব্যবহার করা উচিত নয়, এটি ব্যবহার করলে কিন্তু চুল নষ্ট হয়ে যেতে পারে।

৪) স্নান করার পরে বেশ খানিকটা রোদে দাঁড়াতে পারেন রোদে যদি চুল স্বাভাবিকভাবে শুকোতে পারেন, তাহলেও কিন্তু আপনার চুল বেশ ভালো থাকবেন।

৫) চুল শুকানোর জন্য কখনো তোয়ালে দিয়ে বেশি ঘষে ঘষে চুল আঁচড়াবেন না। শ্যাম্পু করার পর চুল ভালো করে তোয়ালে বা গামছা দিয়ে জড়িয়ে রাখুন, বেশ খানিকক্ষণ পরে যদি দেখেন গামছা ভিজে গেছে, তাহলে গামছা তোয়ালে পরিবর্তন করুন।

whatsapp logo