Hair Care Tips: খুশকি থেকে চুল পড়ার সমস্যা, সব সমাধান লুকিয়ে এই গাছের পাতায়
তেল কীভাবে চুলের বৃদ্ধিতে সাহায্য করে? চুলকে সুন্দর করতে ব্যবহার করতে পারেন কেশুত্তে পাতা। আগানে – বাগানে অনেক সময় দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা অনেকেই জানি না, এই পাতার এত গুণ। এই পাতা শুধুমাত্র চুল সুন্দর করে না বা সৌন্দর্য বৃদ্ধি নয়, এই পাতা আপনাকে সুস্থ রাখতেও সাহায্য করবে। তবে সেই আলোচনা অন্য কোথাও করা যাবে, আজকে আলোচনার বিষয় হলো কেশুত্তে পাতা দিয়ে কিভাবে আপনি আপনার চুল সুন্দর করতে পারেন।
কেশুত্তে পাতার তেল এর ব্যবহার – ১) প্রাকৃতিক হেয়ার ডাই – বর্তমানে পরিবেশ দূষণ এবং নানা কারনে আমাদের চুল কিন্তু অকালে পেকে যেতে পারে, চুলকে যদি আপনি ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনি যদি কেশুত্তে পাতার তেল ব্যবহার করুন। তাহলে কিন্তু আপনার চুল একেবারে কালো কুচকুচে থাকবে। কেশুত্তে পাতাকে খুব ভালো করে বেটে নিয়ে নারকেল তেলের সঙ্গে লাগান। দেখবেন, আপনার চুল একেবারে কালো, কুচকুচে হয়ে গেছে।
২) চুলের কন্ডিশনার – চলে যদি উপযুক্ত কন্ডিশনার ব্যবহার করতে চান, তাহলে এই পাতা ভালো করে বেটে নিতে হবে। এরপর এরসঙ্গে মেশাতে হবে আমলকি গুঁড়ো এবং শিকাকাই। খুব ভালো করে নারকেল তেলের সঙ্গে চুলে লাগিয়ে শ্যাম্পু করে ফেলুন, আলাদা করে আর বাইরে থেকে আপনাকে কন্ডিশনের কিনতে হবেনা।
৩) চুল পড়ার একটি প্রাকৃতিক প্রতিকার – প্রতিদিন নিয়ম করে যদি এই তেল মাথায় ভালো করে ঘষে ঘষে লাগাতে পারেন তাহলে আপনার চুল পড়া অনেকটাই কন্ট্রোলে থাকবে। তবে এই তেল আপনাকে তৈরি করতে হবে। কেশুত্তে পাতা ভালো পরিষ্কার করে নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে এর মধ্যে বেশ কয়েকটা ভিটামিন ই ক্যাপসুল ফেলে দিন। এটি আপনার চুল কালো করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।
চুলের বৃদ্ধির জন্য কেশুত্তে পাতার তেলের উপকারিতা-
১) যাদের চুল সহজে বাড়ে না বা চুল অকালে পড়ে যাচ্ছে বা মাথায় টাক পড়ে গেছে তারা কিন্তু এ কেশুত্তে পাতার তেল ব্যবহার করতে পারেন, কিন্তু এই পাতার গুণে মাথায় ছোট ছোট চুল গজিয়ে যাবে।
২) যাদের চুল সহজে বাড়ে না বা যাদের রাতে ঘুম আসে না তারা কিন্তু এই কেশুত্তে পাতার তেল ব্যবহার করতে পারেন, এই তেল যদি আপনি মাথায় মালিশ করেন, তাহলে কিন্তু আপনার চুল অনেক যেমন সুন্দর হবে, ঠিক তেমনই রাত্রি বেলা অনেক তাড়াতাড়ি ঘুম চলে আসবে। তাই যারা অনিদ্রাজনিত রোগে ভুগছেন, তারা অবশ্যই এই তেল ব্যবহার করুন।
৩) যাদের অকালে চুল পেকে যাচ্ছে, তারা যদি লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার চুল একেবারে কুচকুচে কালো হয়ে যাবে।