Hair Care Tips: চুল পড়ার সমস্যায় ম্যাজিকের মতো কাজ করবে পেঁয়াজের তেল, শিখে নিন তৈরির পদ্ধতি
বেশ খানিকটা পরিমাণে নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে যদি পেঁয়াজের তেল তৈরি করেন, আর এই যদি নিয়মিত মাথা ঘষে ঘষে লাগাতে পারেন, তাহলে দেখবেন, আপনার চুল কত সুন্দর হয়ে যাবে। পুজোর সময় কিংবা অন্যান্য অকেশনেই যদি সুন্দর চুল পেতে চান? তাহলে অবশ্যই এই তেল ব্যবহার করুন। অনেক প্রাচীনকাল থেকেই আমরা শুনে আসছি, পেঁয়াজ কিন্তু চুলের জন্য খুব ভালো। পেঁয়াজের রস চুলের করে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারেন সহজেই। তাই আর দেরি না করে, আমাদেরকে Hoophaap এর পাতায় এবং কিভাবে আপনি আপনার চুল অনেক সুন্দর এবং সুস্থ রাখতে পারবেন।
প্রথমে একটি বড় আকারের পেঁয়াজ বেটে নিতে হবে, ভালো করে তুলে নিয়ে রস বার করে নিতে হবে। তেল সামান্য পরিমাণের গরম করে নিতে হবে। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে, পেঁয়াজের রস দিয়ে দিতে হবে। এরপর একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তারপরে আপনাকে রোদে দিয়ে রাখতে হবে। আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন, তারপরে রস ভালো করে লাগিয়ে নিতে হবে। এটি যদি আপনি নিয়মিত লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার চুল কত সুন্দর কালো কুচকুচে হয়ে গেছে। এইভাবে নিয়মিত মাথায় নারকেল তেল এবং পেঁয়াজের রস এর তেল খুব ভালো করে ম্যাসাজ করুন, দেখবেন যাদের টাক পড়ে গেছে, তাদের মাথায় ছোট ছোট আকারের চুল গজাচ্ছে। লাগিয়ে রেখে অন্তত এক ঘণ্টা রেখে তারপরে মাইল্ড শ্যাম্পু করে ফেলুন, দেখুন আপনার চুল কত কুচকুচে, কালো হয়ে যাবে।
সতর্কীকরণ– উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনো রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।