ভাত দিয়ে চুল স্ট্রেট করুন একটি প্রাকৃতিক উপায়ে, রইলো ভিডিও
অনেকেই পার্লারে যান চুল স্ট্রেট করার সেখানে হাজার হাজার টাকা খরচ করে চুল স্ট্রেট তো হয় বটে, তবে সেই সোজা চুল বেশি দিন স্থায়ী থাকেনা। মাথায় জল পড়লে একেবারে আগের মতন হয়ে যায়। তাছাড়া পার্লারে যে সমস্ত ক্রিম গুলি ব্যবহার করা হয়, তা আপনার চুলের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। তাই এসব ঝামেলার মধ্যে না গিয়ে বাড়িতে একটি উপাদান দিয়ে বানিয়ে ফেলতে পারেন আপনার চুল স্ট্রেইট করার হেয়ার ক্রিম।
উপকরণ -»
দুই চামচ চাল
দু চামচ নারকেল তেল
দুটি ভিটামিন ই ক্যাপসুল
তৈরীর পদ্ধতি -»
চুল ভালো করে পরিষ্কার করে ধুয়ে আঁচড়ে নিতে হবে। এরপরে একটি পাত্রের মধ্যে জল দিয়ে চাল গরম করে ভাত করে নিতে হবে। ভাত হয়ে যাওয়ার পরে সেই ভাতকে একটি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ক্রীম বানিয়ে নিতে হবে। এরপর সেই ক্রিমের মধ্যে নারকেল তেল এবং ভিটামিন ই ক্যাপসুল ভাল করে মিশিয়ে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত হাতে করে সুন্দর করে লাগিয়ে রেখে দিন। এক ঘন্টা পর ঠান্ডা জলে শ্যাম্পু করে নিতে হবে।
উপকারিতা -»
চাল চুল ভালো রাখতে সাহায্য করে। কোরিয়ান বিউটি টিপস্ গুলি বিশ্বের সেরা টিপস। চাল ধোয়া জল, ভাত এর ক্রিম শুধু চুল নয়, মুখের ত্বকের জন্য দরকার।
ভিটামিন ই ক্যাপসুল চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান।
এছাড়া যুগ যুগ ধরে চুলের জন্য ব্যবহৃত হয়ে আসছে নারকেল তেল।