Hoop VideoHoop Viral

Video: বিছানায় অরবিন্দের সঙ্গে তুমুল রোমান্সে মেতে উঠলেন আম্রপালি, দরজা বন্ধ করে দেখুন ভিডিও

ভোজপুরী সিনেমা জগতের অন্যতম সুপারস্টারগুলির মধ্যে অন্যতম দীনেশ লাল যাদব, কিন্তু তিনি ছাড়াও আরেকজন নতুন প্রজন্মের নায়ক বর্তমানে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছেন তার নাম অরবিন্দ। আর এক একটি ছবি ইউটিউবে আসার পরেই একেবারেই সকলের যেন ঝাপিয়ে পড়েন, সেই ছবিটি দেখার জন্য। মুহূর্তের মধ্যেই ছবিটি একেবারে ভাইরাল হয়ে যায়। তবে শুধুমাত্র নতুন গানই নয়, অনেক পুরনো দিনের যে ভিডিওগুলো ইউটিউবে থাকে, সেগুলো কিন্তু এখনো বেশ জনপ্রিয়তা আছে তার।

বর্তমানে ভোজপুরী সিনেমাকে একেবারে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব, পবন সিং খেসারি লাল যাদব তবে তারা ছাড়াও কিন্তু এই জনপ্রিয় অভিনেতা ও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয় সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। আম্রপালী, মোনালিসা, অক্ষরা এদের সঙ্গে একেবারে তালে তাল মিলিয়ে তিনিও নাচ করেন যা দেখা মাত্রই ভোজপুরি গান বা নাচের ফ্যানেদের মনের মধ্যে একটা ঝড় তৈরি হয়।

Read More: কম বাজেটে কাটিয়ে আসুন গ্রীষ্মের ছুটি, রইল ৩ অজানা স্বর্গরাজ্যের সন্ধান

ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরি সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।

অরবিন্দ আকেলা এবং আম্রপালি দুবে, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই অবিশ্বাস্যভাবে প্রতিভাবান অভিনেতা, মিউজিক ভিডিও ‘টুতে দে রাত রাত ভর’-এ তাদের অসাধারণ রোমান্স এ ইন্টারনেটে আগুন লাগিয়েছেন। এই চমকপ্রদ ভিডিওটি দর্শকদের মুগ্ধ করেছে ‘টুতে দে রাত রাত ভর’ অরবিন্দ আকেলা এবং আম্রপালী দুবের মধ্যে কেমিস্ট্রি এবং তীব্র রোম্যান্স প্রদর্শন করে। ভিডিওটি দর্শকরা একেবারে তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন।

Read More: কচি বউ’কে ঘুম পাড়াতে মাঝরাতে এসবও করছেন কাঞ্চন! দেখুন বেডরুমের ভিডিও

একেবারে বেডরুমের মধ্যে রোমান্স কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, নায়িকার পরনে ঘন নীল রঙের শিফনের শাড়ি। নায়ক করেছেন হলুদ রঙের পাঞ্জাবি। এসআরকে মিউজিক নামক youtube চ্যানেলের মাধ্যমে ভিডিওটি পৌঁছে গেছে প্রায় দশ লক্ষ মানুষের কাছে। আম্রপালীর মোহময়ী চেহারা এবং অরবিন্দের অতুলনীয় অভিনয় দক্ষতা একটি অসাধারণ পরিবেশ তৈরি করে যা কিছুতেই ভোলা যায়না। দেখে নিন অসাধারণ ভিডিও –

Related Articles