Hoop News

Hidden Diamond: মাটি খুঁড়তেই বেরিয়ে এলো গুপ্ত হিরে,, ভিড় বাড়ছে এই গ্রামে

গুপ্তধন নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছে বহুকাল ধরেই। প্রাচীনকালের লুকানো সম্পদের সন্ধান পেতে কে না চায়! যদিও গল্প, উপন্যাস বা সিনেমায় বারবার গুপ্তধনের বিষয়টিকে এনে লেখক বা চলচ্চিত্র নির্মাতারা দর্শকদের মনে এই বিষয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছেন কয়েকগুণ। তাই আজকাল মাটি খুঁড়ে কিছু পুরানো জিনিস পাওয়া গেলেই সেটিকে নিয়ে শুরু হয় গুপ্তধনের জল্পনা-কল্পনা। আর এবার সেই গল্পের গুপ্তধনের সন্ধান মিললো বাস্তবেও। আর এই ঘটনা অবাক করে দিয়েছে গোটা দেশকে।

কয়েকদিন ধরেই অন্ধপ্রদেশ রাজ্যের এনটিআর জেলার গুডিমেটলা গ্রামে ভিড় বাড়ছে সব কৌতূহলী মানুষের। তার কারণ একটাই, এই গ্রামের পাশে অবস্থিত কৃষ্ণা নদীর পাড়ের মাটি খুঁড়লেই নাকি বেরিয়ে আসছে বড় বড় সাইজের চকচকে হিরের টুকরো। আর সেই কারণে এই লুকায়িত সম্পদের সন্ধানে ভিড় বাড়ছে এই নদী তীরবর্তী গ্রামে। সবাই নদীর পাড়ের মাটি খুঁড়তে শুরু করেছেন ইতিমধ্যে। আশা একটাই, যদি মেলে একটিও হিরের টুকরো, তাহলেই হয়তো বদলে যাবে আগামীর দিনগুলি।

ঘটনার সূত্রপাত ঘটে কয়েকদিন আগে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই গ্রামের একজন ব্যক্তি একদিন রাতে কোনো কারণে বাড়ির সামনের মাটি খুঁড়তে শুরু করেন তিনি। কিন্তু কয়েকফুট মাটি খুঁড়তেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি তিনি। মাটির মধ্যেই তিনি দেখেন চকচকে একটা কোনো বস্তু থেকে ঠিকরে বেরিয়ে আসছে উজ্জ্বল আলো। রাতের অন্ধকারেও আলোর বিকিরণ ঘটছে ওই বস্তুটি থেকে। পরে সেটিকে হাতে তুলে নিতেই চমকে ওঠেন তিনি। কারণ ওই বস্তুটি ছিল একটি বড়সড় হিরে।

জানা গেছে, মাটির তলা থেকে খুঁজে পাওয়া ওই হিরের টুকরোর বর্তমান বাজারে দাম প্রায় ৬০ লক্ষ টাকা। যদিও এটি বাজারে বিক্রি করতে গেলে ওই ব্যক্তিকে ৪০ লক্ষ টাকা দাম বলা হয়। সেই কারণে তিনি হিরেটি বিক্রি করেননি। আর এই খবর চাউর হতেই ওই গ্রামে ভিড় জমতে শুরু করে। অনেকেই কৃষ্ণা নদীর পাড়ের মাটি খুঁড়তে শুরু করেছেন ইতিমধ্যে। জানা গেছে, এখনো অবধি এরকম আর হিরে না পাওয়া গেলেও দুটি ছোট ছোট হিরের টুকরো পেয়েছেন আরো দুজন। এখন আরো গুপ্তধনের আশায় সেখানে মাটি খুঁড়ছেন শয়ে শয়ে মানুষ।

Related Articles