হাসিনা গদি ছাড়তেই পতন বাংলাদেশি টাকার, কত মিলছে দাম ভারতীয় মুদ্রায়! মাথায় হাত ব্যবসায়ীদের
চরম অস্থির অবস্থা চলছে বাংলাদেশে (Bangladesh)। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন মারাত্মক রূপ ধারণ করে সরকারের গদি উলটে ছেড়েছে। হাসিনা সরকারের পতন হয়েছে পড়শি দেশে। আর তারপরেই যেমন দেশে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে, তেমনি পড়তে শুরু করেছে বাংলাদেশি টাকার মূল্য। বর্তমানে ভারতীয় মুদ্রার পরিবর্তে বাংলাদেশি টাকা অনেক বেশি পাওয়া যাচ্ছে, যা ওপার বাংলার মানুষদের জন্য যথেষ্ট চিন্তার বিষয়।
সোমবারই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে আসন ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। আর আওয়ামী লিগ সরকারের পতনের পরেই ডলারের দামের তুলনায় বাংলাদেশি মুদ্রার দাম পড়তে শুরু করেছে। ইন্টারনেট সার্চের রেজাল্ট বলছে, ভারতীয় মুদ্রা ১ টাকায় রয়েছে বাংলাদেশি ১.৪০ টাকা। অর্থাৎ ভারতীয় মুদ্রা ১০০ টাকায় পাওয়া যাবে প্রায় ১৪০ বাংলাদেশি টাকা। তবে জানা যাচ্ছে, বাস্তবে আরো খারাপ অবস্থা বাংলাদেশি টাকার। ঠিক কতটা পড়েছে বাংলাদেশি টাকা?
উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্তে রয়েছে মানি এক্সচেঞ্জ ব্যবস্থা। কিছুদিন আগে পর্যন্তও পেট্রাপোল সীমান্তে মানি এক্সচেঞ্জে বাংলাদেশি ১০০ টাকার পরিবর্তে পাওয়া যেত ভারতীয় মুদ্রা ৭১ টাকা। কিন্তু সোমবার হাসিনার পদত্যাগের পরেই বদলে যায় হিসেব। মঙ্গলবার থেকে ওই মানি এক্সচেঞ্জে বাংলাদেশি ১০০ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ভারতীয় মুদ্রায় ৬৫ টাকা। অর্থাৎ হিসেব মতো, প্রতি বাংলাদেশি ১০০ টাকায় ৬ টাকা করে ক্ষতি হচ্ছে।
আবার অন্যদিকে ভারতীয় মুদ্রা ১০০ টাকায় বর্তমানে মানি এক্সচেঞ্জে পাওয়া যাচ্ছে ১৪৫ বাংলাদেশি টাকা, দিন কয়েক আগেই মাসে বাংলাদেশি টাকায় ১৩৭ টাকা ছিল। এমতাবস্থায় মূলত সমস্যায় পড়েছেন বাংলাদেশে রপ্তাধি করা ভারতীয় ব্যবসায়ীরা।