PM Biswakarma Yojana: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! ১৫০০০ টাকার আর্ধিক সুবিধা পেতে এই উপায়ে করুন আবেদন
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে বেশ কিছু প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য পেয়ে থাকেন উপভোক্তারা। এমনি একটি প্রকল্প হল পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্প (PM Biswakarma Yojana), যার মাধ্যমে গরীব এবং মধ্যবিত্ত মানুষরা প্রচুর উপকার পেয়ে থাকেন। দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য এই প্রকল্পটি অনেক কাজে লাগে।
পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধা
এই প্রকল্পের মাধ্যমে দেশের কারিগররা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। বিভিন্ন কারিগরি শিক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। পাশাপাশি পেশার জন্য প্রয়োজনীয় টুলকিট কেনার জন্যও পিএম বিশ্বকর্মা টুলকিট ই ভাউচার দেওয়া হয়। এই ভাউচারের মাধ্যমে পাওয়া যায় ১৫,০০০ টাকা।
পিএম বিশ্বকর্মা টুলকিট ই ভাউচার কী?
এই প্রকল্পের অধীনে প্রত্যেক উপভোক্তা কারিগর এই ই ভাউচার পেয়ে থাকেন।
এই ই ভাউচারের মাধ্যমে ১৫,০০০ টাকার টুলকিট বিনামূল্যে কেনা যায়।
এই প্রকল্পের অধীনে প্রায় ১৮ টি ব্যবসার সঙ্গে যুক্ত কারিগররা বিনামূল্যে টুলকিট পেয়ে থাকে যার মাধ্যমে হস্তশিল্পের মান আরো উন্নত করা সম্ভব।
এই প্রকল্পের আওতায় ছুতোর, কামার, ভাস্কর, নাইলন জাল প্রস্তুতকারকের মতো কারিগররা টুলকিটের সুবিধা পেয়ে থাকেন।
বিভিন্ন হস্তশিল্প এবং ব্যবসার সঙ্গে যুক্ত মহিলাদের উন্নতিতে সাহায্য করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
কোনো কারিগর বা শ্রমিক যদি টুলকিট না নেয়, তবে এই প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে তাদের।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি
ভাউচারের মূল্য যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মতো যা অর্থ প্রদানে ব্যবহার হয়েছে তা পরিশোধ করতে ব্যবহৃত অর্থ দেওয়ার প্রমাণ থাকা দরকার।
ইমেল আইডি, ফোন নম্বর, ঠিকানার মতো প্রমাণপত্র।
আবেদনের পদ্ধতি
প্রথমেই যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট https://pmvishwakarma.gov.in/ এ
তারপর অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে। ই ভাউচার টুলকিটের আবেদন পত্র পূরণ করতে হবে।
এরপর দিতে হবে আধার নম্বর এবং মোবাইল নম্বর
নতুন পেজে কিছু তথ্য দিতে হবে এবং ব্যবসায় দর্জি নির্বাচন করতে হবে
প্রয়োজনীয় নথি স্ক্যান করে আবেদন জমা দিতে হবে।