Hoop Food

Recipe: বিকেলের জলখাবারে চটজলদি সাবুদানার পকোড়া বানানোর রেসিপি শিখে নিন

বিকেলবেলায় এই বৃষ্টির আবহাওয়া চায়ের সঙ্গে চুমুক দিতে দিতে মন তো তেলে ভাজা তেলে ভাজা করে, বাড়িতেই চটপট বানিয়ে ফেলতে পারেন সাবুদানার পকোড়া রেসিপি। এটি বানাতে খুব বেশী কিছুর প্রয়োজন হবেনা, তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন কিভাবে বানাবেন অসাধারন এই রেসিপিটি।

উপকরণ –
সাবু দানা এক কাপ
সেদ্ধ করা আলু ৬ টেবিল চামচ
তিন টেবিল চামচ বেসন
চালের গুঁড়া ১ টেবিল-চামচ
কাঁচা লঙ্কা কুচি
ধনেপাতা কুচি এক মুঠো
আদা কুচি ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ
সরষের তেল পরিমাণমতো
নুন স্বাদমতো

প্রণালী – একটি পাত্রের মধ্যে সাবুদানা, সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী বেসন যোগ করতে হবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। কড়াইতে পরিমাণমতো সরষের তেল দিয়ে ছাঁকা তেলে ভেজে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু সাবুদানার পকোড়া।

whatsapp logo