Ration Card: রাতারাতি বাতিল অগুনতি রেশন কার্ড, এই জরুরি কাজ না সারলে পড়তে হবে বিপদে

বর্তমানে রেশন কার্ডও (Ration Card) ভারতীয় হিসেবে পরিচয়ের ধারক ও বাহক হয়ে উঠেছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজেও বৈধ পরিচয়পত্র হিসেবে ব্যবহার হয় রেশন কার্ড। তাই রেশন কার্ড সংক্রান্ত যেকোনো আপডেটই যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করা উচিত। রেশন কার্ডের মাধ্যমে দেশের বহু মানুষই বিনামূল্যে চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, অনেকের রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে, যার ফলে বন্ধ হয়ে গিয়েছে রেশন। সরকারি নির্দেশ মেনে এই কাজ না করলে বাতিল হয়ে যেতে পারে রেশন কার্ড। তাই দ্রুত জরুরি কাজ সেরে নেওয়াই উচিত।

কেন বাতিল হচ্ছে রেশন কার্ড? 

জানা যাচ্ছে, যাদের রেশন কার্ড বাতিল হয়েছে তারা ফোনে একটি মেসেজ পেয়েছেন, যেখানে বলা হয়েছে সরকারের তরফে তাদের রেশন কার্ডটি বাতিল করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তি ছড়ালেও সরকারের তরফে বলা হয়েছে, সঠিক ভাবে E KYC নথি আপডেট করা না থাকলে রেশন কার্ড বাতিলের মুখে পড়তে হতে পারে। জানা যাচ্ছে, ২০২১ সাল পর্যন্ত খাদ্য দফতরে প্রায় ১ কোটিরও বেশি এমন রেশন কার্ড জমা পড়েছে যেগুলির E KYC করা নেই। এরপরেই সরকারে তরফে জোর দেওয়া হয় E KYC করার জন্য। তা সত্ত্বেও যারা করেননি এখন তাদের রেশন কার্ড গুলিই বাতিল হচ্ছে বশে মনে করা হচ্ছে। রেশন কার্ড জালিয়াতি রুখতেই এমন কড়া সিদ্ধান্ত সরকারের।

রেশন কার্ডের স্টেটাস জানবেন কী করে?

যাদের রেশন কার্ড বাতিল হয়েছে তারা পরের মাস থেকে আর পাবেন না রেশনের সুবিধা। রেশন কার্ড বাতিল হয়েছে কিনা তা দেখুন এই পদ্ধতিতে-

  1. প্রথমেই যেতে হবে রাজ্য খাদ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইটে।
  2. তারপর হোম পেজে ‘চেক ইওর রেশন কার্ড স্টেটাস’ অপশনে ক্লিক করতে হবে।
  3. নির্বাচন করতে হবে রেশন কার্ডের নম্বর এবং ক্যাটেগরি।
  4. এরপর সার্চ বাটনে ক্লিক করলে স্ক্রিনে দেখাবে রেশন কার্ডের স্টেটাস। অ্যাকটিভ লেখা থাকলে বুঝতে হবে চালু রয়েছে কার্ড। ডিঅ্যাকটিভেটেড লেখা থাকলে বুঝতে হবে বাতিল হয়েছে কার্ড।

কীভাবে পুনরুদ্ধার করবেন বাতিল হওয়া রেশন কার্ড? 

রেশন কার্ড বাতিল হয়ে গেলে দ্রুত জমা করতে হবে E KYC। অনলাইনে এমন ভাবে ধাপে ধাপে সারতে পারেন কাজ-

  1. ফের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Link Aadhaar with Deactivated or New Card এ ক্লিক করতে হবে।
  2. এরপর নতুন পেজে রেশন কার্ডের নম্বর এবং ক্যাটেগরি দিতে হবে।
  3. এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর দিতে হবে যাতে আসবে ওটিপি।
  4. এরপর যাবতীয় তথ্য দেখে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে ফের চালু হয়ে যাবে রেশন কার্ড।