Railway Recruitment: মাধ্যমিক পাশেও ৮,০০০ শূন্যপদে রেলে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে!
Indian Railway Recruitment 2024 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board )-এর তরফ থেকে ইঞ্জিনিয়ার ও একাধিক সুপারভাইজার পদে কর্মী নিয়োগ হবে, যারা ভাবছেন একটা পড়াশোনা করে ভালো চাকরি করবেন, তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ, আজকে থেকেই আবেদনের কাজ শুরু হয়ে যাবে, নূন্যতম মাধ্যমিক পাস শিক্ষকতার যোগ্যতার ভিত্তিতেই চাকরির জন্য আবেদন করা যাবে।
সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে ৭,৯৫১ টি। যারা যারা পরীক্ষায় পাশ করবেন, তারা মালদাসহ আরো একাধিক জায়গাতেই নিয়োগ হতে পারবেন, তাই আর দেরি না করে চটপট এই চাকরি সম্পর্কে পুরোটা জেনে ফেলুন।
নিযুক্তদের মালদা সহ আরো একাধিক জায়গায় নিয়োগ করা হবে। নিম্নে এই চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board )-এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
যে সব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলো হলো নিম্নরূপ-
১) জুনিয়র ইঞ্জিনিয়ার (JE)
২) কেমিক্যাল সুপারভাইজ়ার (রিসার্চ)
৩) ডিপো মেটিরিয়াল সুপারিন্টেডেন্ট (DMS)
৪) মেটালারজিক্যাল সুপারভাইজ়ার (রিসার্চ)
৫) কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিসট্যান্ট (CMA)
মোট শূন্যপদ (Total Vacancy)-
কলকাতায় মোট শূন্যপদ রয়েছে ৬৬০ টি
এবং মালদহে মোট শূন্য পদের সংখ্যা ১৬৩ টি।
আর সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে ৭,৯৫১ টি।
বয়সসীমা (Age Limit)-
যারা সংশ্লিষ্ট চাকরির পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)-
কেমিক্যাল সুপারভাইজ়ার (রিসার্চ) এবং মেটালারজিক্যাল সুপারভাইজ়ার (রিসার্চ) পদে যাদের নিয়োগ করা হবে, তাদের প্রতি মাসে ৪৪,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে। আর অন্যান্য পদ গুলিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক ৩৫,৪০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)-
ইচ্ছুক চাকরি প্রার্থীরা RRCCR-এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক- rrccr.com
আবেদন ফি (Application Fee)-
এই চাকরির জন্য আবেদন করতে হলে, প্রার্থীদের ফি হিসেবে ৫০০ টাকা প্রদান করতে হবে। আর যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী রয়েছেন, তাদের ফি হিসেবে ২৫০ টাকা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)-
যারা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করবে তাদের মোট ৪ টি ধাপে যোগ্যতা যাচাই করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। প্রথমে আবেদনকারী প্রার্থীদের দুটি পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটার এর মাধ্যমে বা সিবিটি-র মাধ্যমে। এরপরে নথি যাচাই করা হবে ও মেডিকেল টেস্টের পর প্রার্থীদের যোগ্য নির্বাচন করে অনেক পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)-
প্রত্যেকটি পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতাকে আলাদা আলাদা করে প্রয়োজন হবে, তবে সর্বনিম্ন মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকা ভীষণ জরুরী, প্রার্থীদের আবেদনের কার্য শুরু হয়ে গেছে, সর্বোচ্চ স্নাতক পাস শিক্ষকতা যোগ্যতা পর্যন্ত আবেদন চলছে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)-
Online এ আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হবে এবং এই আবেদন চলবে আগামী ২৯শে আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত।