TRP Update: শুরুতেই বাজিমাত ‘পঞ্চমী’র! এই সপ্তাহের সেরা ধারাবাহিক কোনটি?
এই সপ্তাহেও টিআরপি তালিকায় নিজের সিংহাসন ধরে রাখল ‘জগদ্ধাত্রী’। স্বয়ম্ভুর পরিচয় রহস্য যেন এই ধারাবাহিককে দিয়েছে এক অন্য মাত্রা। এদিকে শুরুতেই বাজিমাত করল নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। পরাবাস্তবিক গল্প বেশ মনে ধরেছে দর্শকদের। দ্বিতীয় স্থানে ধারাবাহিকটি। এদিকে এবার তৃতীয় স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। চতুর্থ স্থানে ‘গৌরী এলো’। তবে পঞ্চম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। একই অঙ্ক নিয়ে পঞ্চমে বাজিমাত করেছে নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এবং অন্য এক ধারাবাহিক ‘খেলনা বাড়ি’।
তালিকার ষষ্ঠ স্থানে যুগ্মভাবে রয়েছে ‘গাঁটছড়া’ এবং ‘ধুলোকণা’। সপ্তম স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা ফড়িং’। অষ্টম স্থান দখল করেছে ‘এক্কা দোক্কা’। এবার জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছে মিঠাইয়ের। ‘মিঠাই’ ধারাবাহিকটি এবার নবম স্থান পেয়েছে তালিকার। দশম স্থানে নেমে এসেছে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক। একনজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা।
ধারাবাহিক
১) জগদ্ধাত্রী – ৮.৬
২) পঞ্চমী – ৮.৪
৩) অনুরাগের ছোঁয়া – ৮.০
৪) গৌরী এলো – ৭.৮
৫) নিম ফুলের মধু, খেলনা বাড়ি – ৭.৭
৬) গাঁটছড়া, ধুলোকণা – ৭.১
৭) আলতা ফড়িং – ৭.০
৮) এক্কা দোক্কা – ৬.৫
৯) মিঠাই – ৬.৪
১০) সাহেবের চিঠি – ৬.৩
১১) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৬.২
১২) নবাব নন্দিনী – ৫.৯
১৩) হরগৌরী পাইস হোটেল – ৫.৩
১৪) সোহাগ জল – ৫.২
১৫) গুড্ডি – ৪.৬
১৬) এই পথ যদি না শেষ হয় – ৩.৭
১৭) গোধূলি আলাপ – ৩.২
১৮) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৩.০
১৯) উড়ন তুবড়ি – ২.৬
২০) শিশু ভোলানাথ – ১.৯
২১) রাধাকৃষ্ণ – ১.৬
রিয়েলিটি শো
১) দিদি নং-১ – ৫.৫
২) সা রে গা মা পা – ৫.২
৩) ডান্স ডান্স জুনিয়র – ৪.৬
৪) রান্নাঘর – ১.০