Hoop VideoHoop Viral

টাকার লোভে পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা, এই সিরিজ দেখতে হলে খুঁজতে হবে ‘প্রাইভেসি’

বর্তমান যুগে ব্যস্ততার মাঝে মানুষের হাতে সময় থাকেইনা। এমন পরিস্থিতিতে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সময় কারুরই নেই। তাইতো হাতের মুঠোয় যদি একটা মুঠো ফোন থাকে তাহলে তো কোন কথাই নেই। তবে বর্তমান প্রজন্মের হাতে যেহেতু সময় কম, খুবই কম তাই তারা মুঠোফোনে ওয়েব সিরিজ দেখার দিকেই বেশি ঝুকছে। পাতি একটা এন্ড্রয়েড ফোন থাকলেই খুব সহজে চটজলদি এই ওয়েব প্লাটফর্ম গুলিতে ঘুরে আসা যেতে পারে।

প্ল্যাটফর্ম গুলির মধ্যে একটি অন্যতম প্লাটফর্ম হল উল্লুর ওয়েব সিরিজগুলো, যেগুলো কিন্তু বোল্ডনেসের মাত্রা প্রায় ছাড়িয়ে যায়, সেগুলি বর্তমান প্রজন্মের কাছে যথেষ্ট লোভনীয় একটি প্ল্যাটফর্ম। সম্প্রতি সেই প্ল্যাটফর্মেরই একটি সিরিজের বেশ কিছু বোল্ড ঝলক ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আর সেই সূত্র ধরেই ‘জালেবি বাই’ চর্চার উপরে উঠে এল।

Ullu র অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ হল ‘জালেবি বাই’। এর ৩ নং সিরিজই জনপ্রিয়তার উপরে। যা দেখে সবাই বাহবা জানিয়েছেন। এর অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঋদ্ধিমা তিওয়ারিকে। দর্শকমহলে পর্দার এক সাহসী অভিনেত্রী হিসেবেই তিনি পরিচিতি। বোল্ড নেসে ঝড় তোলেন পর্দায়। মাখো-মাখো জালেবি বাইয়ের চরিত্রে তার অভিনয় রীতিমতো উষ্ণতা ছড়ান ঘাম ঝরায় ভক্তদের। তবে এই সব সিনেমা ভুলেও এই সিরিজের কোনো দৃশ্য পরিবারের কোনো সদস্যদের সামনে দেখবেন না। বিশেষ করে বাচ্চা দের সামনে তো নয়ই।

গল্প অনুযায়ী, সিরিজে ঋদ্ধিমা তিওয়ারি একজন লোভী যিনি টাকার জন্য সব করতে পারেন। আর তাই তো টাকার জন্য পর্দায় যেকোনো কারোর সাথে জালেবি ভাবিকে শারীরিক সম্পর্কে জড়াতে দেখা যায়। দেওর, শ্বশুর, জামাইবাবু কেউ বাদ যায়নি। এই সিরিজে অভিনেত্রীকে একাধিক দৃশ্যে প্রয়োজনের থেকে অতিরিক্ত খোলামেলা হয়েছেন তিনি। আর সেইসমস্ত দৃশ্য দেখেই লজ্জা লাগবে। উল্লেখ্য, বর্তমান প্রজন্মের মধ্যে বেশ পরিচিত অভিনেত্রী। ঋদ্ধিমার মাখো মাখো প্রেম দেখতে Hoophaap এর পাতায় দেখে নিন –