Bengali SerialHoop Plus

TRap: জগদ্ধাত্রী-দীপা অতীত, মহারথীদের এক ফুঁয়ে উড়িয়ে নয়া বেঙ্গল টপার এই সিরিয়াল!

পুজোর পর থেকেই যেন পরিবর্তনের হাওয়া লেগেছে টেলি পাড়ায়। প্রতি সপ্তাহেই এমন এমন সব চমক আসছে যে হতভম্ব হয়ে যাচ্ছেন দর্শক থেকে কলাকুশলীরাও। গত সপ্তাহ থেকেই টিআরপি (TRP) তালিকায় বড়সড় রদবদল দেখা যেতে শুরু করেছে। প্রথম স্থান থেকে ছিটকে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এ সপ্তাহেও পুরনো স্থান অধিকার করতে পারেনি তারা। উপরন্তু এ সপ্তাহে আরো বড় কাণ্ড ঘটে গিয়েছে টিআরপি লিস্টে। এই প্রথম বারের মতো সব সিরিয়ালকে পেছনে ফেলে ৭.৭ টিআরপি নিয়ে শীর্ষে উঠে এসেছে ‘কার কাছে কই মনের কথা’। দ্বিতীয় স্থানে একসঙ্গে রয়েছে ‘ফুলকি’ এবং ‘নিম ফুলের মধু’। দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৭.৬। গত বারের টপার ‘জগদ্ধাত্রী’ এবারে নেমে এসেছে তিন নম্বরে। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ‘৭.৩’। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘লাভ বিয়ে আজকাল’। দুই সিরিয়ালের ঝুলিতে উঠেছে যথাক্রমে ৭.২ এবং ৬.৪ নম্বর।

চমকের এখানেই শেষ নেই। স্টার জলসায় নতুন শুরু হয়েছে ‘তুমি আশে পাশে থাকলে’। গত ৩ রা নভেম্বর প্রথম দিনেই ৭.১ টিআরপি তুলে ফেলেছে এই ধারাবাহিক। তবে সম্পূর্ণ সপ্তাহ না হওয়ায় তালিকায় যুক্ত করা যায়নি নম্বর। সেই হিসেবে ৬.৩ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ‘রাঙা বউ’। সাত নম্বরে একসঙ্গে রয়েছে তিনটি সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’, ‘জল থই থই ভালোবাসা’ এবং ‘হরগৌরী পাইস হোটেল’। ‘সন্ধ্যাতারা’ জায়গা করে নিয়েছে আট নম্বরে। নবম স্থানে নেমে গিয়েছে ‘তুঁতে’ এবং দশম স্থানে একসঙ্গে দুটি সিরিয়াল জায়গা পেয়েছে ‘তোমাদের রাণী’ এবং ‘বাংলা মিডিয়াম’। এক নজরে সম্পূর্ণ টিআরপি তালিকা-

(১) কার কাছে কই মনের কথা- ৭.৭

(২) নিম ফুলের মধু, ফুলকি- ৭.৬

(৩) জগদ্ধাত্রী- ৭.৩

(৪) অনুরাগের ছোঁয়া- ৭.২

(৫) লভ বিয়ে আজকাল- ৬.৪

(৬) রাঙা বউ- ৬.৩

(৭) ইচ্ছে পুতুল, হরগৌরী পাইস হোটেল, জল থই থই ভালোবাসা- ৬.২

(৮) সন্ধ্যাতারা- ৬.১

(৯) তুঁতে- ৬.০

(১০) তোমাদের রাণী, বাংলা মিডিয়াম- ৫.৭

(১১) মিলি- ৫.১

(১২) খেলনা বাড়ি- ৫.০

(১৩) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৯

(১৪) রামপ্রসাদ- ৩.৯

(১৫) গৌরী এলো- ৩.৬

(১৬) মন দিতে চাই- ৩.৩

(১৭) গাঁটছড়া- ৩.২

(১৮) শ্রীকৃষ্ণ লীলা- ২.৪

(১৯) বোঝেনা সে বোঝেনা- ২.০

রিয়েলিটি শো

(১) ডান্স বাংলা ডান্স ফিনালে- ৬.০

(২) দাদাগিরি- ৫.২

(৩) স্টার জলসা ফিকশন ওভারঅল- ৫.১

(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৪