Job Notification: পরীক্ষা না দিয়েই সরকারি চাকরি! এই যোগ্যতা থাকলেই আবেদন করুন
বছরখানেক আগেই করোনাকালীন সময় কাটিয়ে দেশের মানুষ ফিরেছে স্বাভাবিক জনজীবনে। আর বিগত সময়ের দীর্ঘ লকডাউনে বেড়েছে বেকারত্ব। শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
তবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি, রাজ্য সরকারের অন্তর্গত ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে বাড়িতে বসে এইসব পদে আবেদন করা যাবে। সেই সঙ্গে কোনো পরীক্ষা না দিয়েই পাওয়া যাবে এই চাকরি। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
◆ শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। তবে শূন্যপদের বিন্যাসের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
◆ শিক্ষাগত যোগ্যতা: এখানে যে পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তবে সব পদে বৈধ বিশ্ববিদ্যালয় স্নাতক যোগ্যতায় আবেদন করা যাবে। এছাড়াও আবেদনকারীর কম্পিউটার প্রশিক্ষণ থাকার দরকার পড়বে। সেই সঙ্গে টাইপিংয়ের ক্ষেত্রে মিনিটে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
◆ বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২৩ সালের হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থীদের প্রার্থীদের ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় থাকবে।
◆ বেতন: এই পদে নিয়োগ করা হলে মাসিক বেতন হবে ১৫ হাজার টাকা।
◆ নিয়োগ প্রক্রিয়া: এই পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবেনা। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে। ০২/১১/২৩ তারিখে সকাল ১০ঃ৩০ মিনিটে ইন্টারভিউ নেওয়া হবে এই ঠিকানায়- The Training Hall, ICAR-IARI Regional Station. Kalimpong, West Bengal।
◆ আবেদন পদ্ধতি: অনলাইনে এইসব পদের জন্য আবেদন করতে হবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে।