whatsapp channel

Kangana Ranaut: অব্যাহত দুই অভিনেত্রীর চুলোচুলি, দীপিকার বিতর্ক নিয়ে মুখ খুলতে নারাজ কঙ্গনা

কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranaut) বিতর্ক সৃষ্টি করতে পছন্দ করেন। অথবা এটা হয়তো তাঁর সহজাত। কারণ কঙ্গনা যা-ই বলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। কয়েকদিন আগে বলিউডকে দূর্নীতিগ্রস্ত বলেছিলেন। এবার তিনি বললেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র ফিল্মের প্রোমোশন করবেন না তিনি।

Avatar

HoopHaap Digital Media

কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranaut) বিতর্ক সৃষ্টি করতে পছন্দ করেন। অথবা এটা হয়তো তাঁর সহজাত। কারণ কঙ্গনা যা-ই বলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। কয়েকদিন আগে বলিউডকে দূর্নীতিগ্রস্ত বলেছিলেন। এবার তিনি বললেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র ফিল্মের প্রোমোশন করবেন না তিনি।

খুব শীঘ্রই আসতে চলেছে নতুন রিয়েলিটি শো ‘লক আপ’। এখানে নতুন রূপে ধরা দেবেন কঙ্গনা। এই রিয়েলিটি শোয়ের সঞ্চালিকার ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। সম্প্রতি ‘লক আপ’-এর প্রোমোশনাল ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কঙ্গনা। তাঁকে বিভিন্ন প্রশ্ন করছিলেন সাংবাদিকরা। কঙ্গনা ঠান্ডা মাথায় তাঁদের সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। কিন্তু হঠাৎই কঙ্গনাকে, দীপিকা সংক্রান্ত একটি প্রশ্ন করেন এক সাংবাদিক। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্রেডি (Freddy) ‘গেহরাইয়াঁ’ ফিল্মে দীপিকার পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন। এই ঘটনা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কঙ্গনা ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ করেছেন। একজন সাংবাদিক দীপিকার ঘটনা নিয়ে কঙ্গনাকে প্রশ্ন করেন।

ওই সাংবাদিকের প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, তিনি এই ইভেন্টে দীপিকার ফিল্মের প্রোমোশন করতে আসেননি। তবে তিনি মনে করেন, দীপিকা নিজেকে নিজেই রক্ষা করতে পারেন। কঙ্গনা অসহায় ও দূর্বলদের জন্য কথা বলতে চান। কঙ্গনা ‘লক আপ’-এর বিষয়ে কথা বলতে ব্যস্ত ছিলেন। ‘লক আপ’ -এর প্রযোজনা করছেন একতা কাপুর (Ekta Kapoor)।

এর আগে কঙ্গনা জড়িয়েছিলেন ভারতের স্বাধীনতা সম্পর্কিত বিতর্কে। তাঁর ‘পদ্মশ্রী’ কাড়ার দাবিতে দিল্লির মহিলা কমিশনের তরফে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath kovind)-এর কাছে চিঠি লেখা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়িত হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by India Forums (@indiaforums)

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media