Advertisements

Kedarnath Temple: হেলিকপ্টারে চড়ে কেদারনাথ দর্শনের দুর্দান্ত সুযোগ, বুকিং করার নিয়ম জেনে নিন চটপট

Shreya Maitra Chatterjee

Shreya Maitra Chatterjee

Follow

আমরা কয়েকদিন আগেই দেখেছি, হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগ এর জন্য কেদারনাথের বেশ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ১০০ মিটার দূরে ল্যান্ড করতে গিয়েই বনবন করে ঘুরছিল হেলিকপ্টারটি। ভিডিও দেখে সকলেই রীতিমতো ভয় পেয়ে গেছে। এই ভিডিও দেখে যারা কেদারনাথের হেলিকপ্টারে চড়ে ভ্রমণ করতে চাইছেন তাদের কিন্তু বুক ঢিপঢিপ করছে, যদিও বিশেষজ্ঞরা বলছেন, এইরকম ঘটনা সব সময় ঘটবে না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। তাই আতঙ্ক করে কোনরকম লাভ নেই। যদি যেতে হয় একবার হেলিকপ্টারে ভ্রমণ করতে পারেন কেদারনাথ, তাহলে কিন্তু অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবেন।

কিভাবে বুকিং করবেন?

  • প্রথমেই আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, কমপক্ষে ছ’ দিন আগে হেলিকপ্টার বুক করতে হয়।
  • আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ কথা, এই বুকিং করার ক্ষেত্রে প্রচুর নকল ওয়েবসাইট রয়েছে, সেখানে অবশ্যই আপনি খেয়াল করে ঠিকঠাক ওয়েবসাইট থেকে বুকিং করবেন, না হলে কিন্তু ভুল জায়গায় পেমেন্ট করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
  • আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে হেলিকপ্টার বুকিং করবেন।
  • ওয়েব সাইটে প্রবেশ করে প্রথমে নাম তারপর ফোন নম্বর তারপরে ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
  • ID ও Password দিয়ে পোর্টালে Log in করে চারধাম রেজিস্ট্রেশনের জন্য গ্রুপ আইকন অথবা সিঙ্গেল আইকনে ক্লিক করতে হবে।
  • যদি এক আর টিকিট কাটতে চান অবশ্যই সিঙ্গেল আইকন ব্যবহার করতে হবে তারপর হেলিকপ্টারটি চড়ার জন্য নির্দিষ্ট সময় আপনাকে বেছে নিতে হবে।
  • এছাড়া যাত্রীদের পুরো ডিটেল এর সঙ্গে যুক্ত করতে হবে, মোবাইল জেনারেট হওয়া ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট অপশনে তারপর ক্লিক করতে হবে।

পেমেন্ট করা হয়ে গেলে তারপর আপনি reservation এর কনফার্মেশন পেয়ে যাবেন।

কত টাকা খরচা হবে?

গুপ্তকাশি থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত যাওয়ার জন্য মাথাপিছু খরচ পড়বে প্রায় আট হাজার টাকা। ফাতা বা সিরসি থেকে কেদারনাথ মন্দির যাওয়ার জন্য হেলিকপ্টারে মাথাপিছু খরচ পড়বে ৬ হাজার টাকা। অফিসিয়াল ওয়েব সাইট থেকে হেলিকপ্টারগুলি বুক করা যাবে, প্রতিদিন সকাল ১২ টা থেকে পোর্টালটি খোলা থাকবে।

Shreya Maitra Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে ...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow