whatsapp channel

Amazing Fact: রুটি কেন গোল হয়? ৯৯ শতাংশ মানুষই জানেন না

কত আজব ঘটনা চারিদিকে ঘটে, কিন্তু তার কোনো কারণ খুজে পাওয়া যায়না। জানেন কি রুটি কেন গোল হয়?আমরা অনেকেই এর সঠিক উত্তর জানিনা। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস-…

Shreya Chatterjee

Shreya Chatterjee

কত আজব ঘটনা চারিদিকে ঘটে, কিন্তু তার কোনো কারণ খুজে পাওয়া যায়না। জানেন কি রুটি কেন গোল হয়?আমরা অনেকেই এর সঠিক উত্তর জানিনা। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস-

প্রথমত, আটার মন্ড যেহেতু গোলাকার হয়, সেই জন্য রুটি অনেকখানি গোলাকার হয়, কারণ হিসেবে এটি হলো অন্যতম একটি কারণ।

দ্বিতীয়ত, কোন রুটিতে চারিদিকে সমান ভাবে তাপ ছড়িয়ে পড়ে এর ফলে রুটির সমানভাবে সুন্দর হয়, নরম হয় এবং সুন্দর খেতেও হয়। কিন্তু যদি অন্য আকৃতি রুটি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এমনটা হতো না, যদি এই অংকের নিয়ম দেখেন তো কেন্দ্র থেকে গোলাকার অংশের দূরত্ব কিন্তু সব দিকে সমান হয়। তাই গোলাকার রুটি করাই সবচেয়ে ভালো।

তৃতীয়ত, যেহেতু গোল হয়, তাই রুটির চারিদিকটি খুব সুন্দর ভাবে তাপ শোষিত হয়। তাই অন্যরকম আকার না করে গোলাকার রুটি করাই সবচেয়ে ভালো।

চতুর্থত, আবার অনেকে মনে করেন আমাদের মস্তিষ্কের আকার যেহেতু গোলাকার তাই আমাদের সবসময় গোলাকার কিছু একটা তৈরি করার দিকে এই প্রথমে ঝোঁক থাকে, সেই জন্যই নাকি রুটি গোল হয়, তবে এর সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

Amazing Fact: রুটি কেন গোল হয়? ৯৯ শতাংশ মানুষই জানেন না

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক