Hoop Life

বিউটিফুল ও স্টাইলিশ ছেলেদের পাঞ্জাবির নতুন ১৪টি ডিজাইন

পুজোর সাজ মানে শুধুই মহিলাদের সাজ নয়। এখন পুরুষের সাজের ধরন পাল্টে যায়। তবে যাই হোক অষ্টমীর সকালবেলা সব পুরুষকেই পাঞ্জাবিতে বেশ ভালো মানায়। বাঙালি হিসেবে জন্ম হয়েছে পাঞ্জাবি পরবেন না তা কি হয়।

পূজোর অষ্টমীতে সকালে সেজে উঠুন পাঞ্জাবিতে। এর জন্য বেছে নিতে পারেন সিল্কের পাঞ্জাবি অথবা সুতির পাঞ্জাবি। বিবাহিতরা স্ত্রী এর শাড়ির সঙ্গে ম্যাচ করেও পাঞ্জাবি পরতে পারেন।

পাঞ্জাবির ওপরে এবং পিছন দিকে অল ওভার সুতোর কাজ করা কিংবা সুতির পাঞ্জাবির ওপরে ফেব্রিকের কাজ। সবকিছুই একবার চেষ্টা করে দেখতে পারেন। অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার জন্য অল্পবয়সীরা চেষ্টা করতেই পারেন একটু গাঢ় রং এর পাঞ্জাবি। লাল, হলুদ, সবুজ কিংবা নীল। বয়স্কদের জন্য সাদা, ঘিয়ে, গোলাপি কিংবা আকাশি সবরকম রঙেরই চলতে পারে।

Related Articles