Hoop Life

Amazing Fact: রুটি কেন গোল হয়? ৯৯ শতাংশ মানুষই জানেন না

কত আজব ঘটনা চারিদিকে ঘটে, কিন্তু তার কোনো কারণ খুজে পাওয়া যায়না। জানেন কি রুটি কেন গোল হয়?আমরা অনেকেই এর সঠিক উত্তর জানিনা। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস-

প্রথমত, আটার মন্ড যেহেতু গোলাকার হয়, সেই জন্য রুটি অনেকখানি গোলাকার হয়, কারণ হিসেবে এটি হলো অন্যতম একটি কারণ।

দ্বিতীয়ত, কোন রুটিতে চারিদিকে সমান ভাবে তাপ ছড়িয়ে পড়ে এর ফলে রুটির সমানভাবে সুন্দর হয়, নরম হয় এবং সুন্দর খেতেও হয়। কিন্তু যদি অন্য আকৃতি রুটি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে এমনটা হতো না, যদি এই অংকের নিয়ম দেখেন তো কেন্দ্র থেকে গোলাকার অংশের দূরত্ব কিন্তু সব দিকে সমান হয়। তাই গোলাকার রুটি করাই সবচেয়ে ভালো।

তৃতীয়ত, যেহেতু গোল হয়, তাই রুটির চারিদিকটি খুব সুন্দর ভাবে তাপ শোষিত হয়। তাই অন্যরকম আকার না করে গোলাকার রুটি করাই সবচেয়ে ভালো।

চতুর্থত, আবার অনেকে মনে করেন আমাদের মস্তিষ্কের আকার যেহেতু গোলাকার তাই আমাদের সবসময় গোলাকার কিছু একটা তৈরি করার দিকে এই প্রথমে ঝোঁক থাকে, সেই জন্যই নাকি রুটি গোল হয়, তবে এর সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

Related Articles