চলতি বছর পুজোর সময় বক্স অফিস জুড়ে উঠতে চলেছে ঝড়। একের পর এক বাংলা ফিল্ম রিলিজ করতে চলেছে প্রেক্ষাগৃহে। করোনা অতিমারীর পর প্রথমবার আবারও বাংলা ফিল্মের সারি রিলিজের অপেক্ষায়। বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসবের সাথে মিশতে চলেছে বিনোদনও। দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। মিতিনমাসির রূপে পর্দায় আসতে চলেছেন তিনি। অরিন্দম শীল (Arindam Shil) পরিচালিত ফিল্ম ‘জঙ্গলে মিতিন মাসি’। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ফিল্মের ফার্স্ট লুক। অনুষ্ঠিত হয়েছে ফিল্মের শুভ মহরত। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘জঙ্গলে মিতিন মাসি’-র শুটিং।
লেখিকা সুচিত্রা ভট্টাচার্য (Suchitra Bhattacharya) -র সৃষ্ট মহিলা গোয়েন্দা মিতিন মাসি। ব্যক্তিগত জীবনে মিতিন মাসি একজন মা, স্ত্রীও বটে। সংসার সামলে অ্যাডভেঞ্চারের টানে সে একসময় হয়ে ওঠে সফল গোয়েন্দা। সুচিত্রা ভট্টাচার্য রচিত ‘সারান্ডায় শয়তান’ উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে ‘জঙ্গলে মিতিন মাসি’। ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলবে এই ফিল্মের শুটিং। ইতিমধ্যেই অরিন্দম নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভ মহরতের ছবি। এর আগেও মিতিন মাসির রূপে পর্দায় রহস্য উন্মোচন করেছেন কোয়েল।
View this post on Instagram
তবে চলতি বছরের পুজোয় বাঙালির বিনোদন হতে চলেছে একশো শতাংশ। একদিকে মুক্তি পেতে চলেছে দেব (Dev) অভিনীত পিরিয়ড পিস ‘বাঘা যতীন’। স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের বায়োপিক এটি। পাশাপাশি মুক্তি পেতে চলেছে উইন্ডোজ নির্মিত সাসপেন্স থ্রিলার ঘরানার ফিল্ম ‘রক্তবীজ’। এই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। অরিন্দমের ফিল্ম ‘জঙ্গলে মিতিন মাসি’ দেবে রহস্যের স্বাদ।
তবে অরিন্দম পুজোর সময় পড়তে চলেছেন বড় প্রতিযোগিতার মুখে। কারণ দেব প্রযোজিত ও অভিনীত ফিল্মগুলি বক্স অফিসে রেকর্ড হিট। একই সাথে উইন্ডোজ নির্মিত ফিল্ম বাঙালির বিশেষ প্রিয়। কিন্তু শেষ হাসি কে হাসবেন তার জন্য অপেক্ষা করতে হবে আপাতত পুজো অবধি।
View this post on Instagram