whatsapp channel

Serial: আচমকাই শেষ হয়ে যাচ্ছে ‘করুণাময়ী রানী রাসমণি’, মন খারাপ ‘জগদম্বা’ মিমি সহ সকলের

প্রায় পাঁচ বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে এসেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’। এমনকি দেব (Dev) অভিনীত ফিল্ম ‘টনিক’-এর ডায়লগেও এই সিরিয়ালের কথা উঠে এসেছে। কিন্তু দেড় হাজার পর্ব পেরিয়ে হঠাৎই বেজে উঠেছে শেষের ঘন্টা। খুব শীঘ্রই অফ এয়ার হতে চলেছে ‘করুণাময়ী রানী রাসমণি’।

Avatar

HoopHaap Digital Media

প্রায় পাঁচ বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে এসেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’। এমনকি দেব (Dev) অভিনীত ফিল্ম ‘টনিক’-এর ডায়লগেও এই সিরিয়ালের কথা উঠে এসেছে। কিন্তু দেড় হাজার পর্ব পেরিয়ে হঠাৎই বেজে উঠেছে শেষের ঘন্টা। খুব শীঘ্রই অফ এয়ার হতে চলেছে ‘করুণাময়ী রানী রাসমণি’।

রানী রাসমণির চরিত্রে অভিনয় করতেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। কিন্তু রানীমার চরিত্রের মৃত্যু ঘটলেও সিরিয়ালটি সম্প্রচারিত হচ্ছিল ‘করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব’ নামে। সিরিয়ালের কাহিনীতে তুলে ধরা হয়েছিল রানী রাসমণির মৃত্যুর পরেও জানবাজারের পরিবারের সদস্যদের উপর তাঁর সংস্কারের প্রভাব। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির, গদাধর থেকে শ্রীরামকৃষ্ণে উত্তরণ, মা সারদামণির জীবনের ঘটনা তুলে ধরা হচ্ছিল কাহিনীতে। কিন্তু আচমকাই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক। 7 ই ফেব্রুয়ারি হতে চলেছে শেষ শুটিং। শেষ সম্প্রচার সম্ভবতঃ 13 ই ফেব্রুয়ারি।

এইভাবে মাঝপথে সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই খারাপ লাগছে শ্রীরামকৃষ্ণ দেবের চরিত্রাভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)-র। তিনি জানিয়েছেন, মা সারদার ‘জগজ্জননী’ হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকটি মাঝপথে শেষ করে দিতে না চাইলেও কোনো কারণ বশতঃ এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন সৌরভ। প্রকৃতপক্ষে রানী রাসমণির মৃত্যুর পর্বের পর ‘করুণাময়ী রানী রাসমণি উত্তর পর্ব’-এর টিআরপি তলানিতে এসে ঠেকেছে। ফলে স্বাভাবিক ভাবেই ঝুঁকি না নিয়ে সিরিয়ালটি শেষ করে দেওয়ার কথা ভেবেছেন চ্যানেল কর্তৃপক্ষ। সৌরভরা অবশ্য কিছুই জানতেন না। তাঁদের কাছে আচমকাই ইতি ঘটতে চলেছে এক বিশাল কর্মকান্ডের। শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয় করে গত তিন বছরে সৌরভ অনেক ভালোবাসা, সম্মান ও পরিচিতি লাভ করেছেন। ফলে এই চরিত্র থেকে বের হয়ে আসা তাঁর পক্ষে সহজ নয়। সিরিয়াল শেষ হলে কয়েকদিন বিশ্রাম নিতে চান তিনি।

বিষন্ন ‘সারদামণি’ সন্দীপ্তা সেন (Sandipta Sen)-ও। সারদামণির চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রথমে ভয় পেয়েছিলেন সন্দীপ্তা। দর্শকরা তাঁকে মেনে নিতে পারবেন কিনা, তা নিয়ে ছিল সন্দেহ। কিন্তু এতটা পথ পার করে, এত ভালোবাসা পেয়ে সন্দীপ্তা জানালেন, আর একটু সময় পেলে মা সারদামণিকে আরও ভালো ভাবে মেলে ধরতে পারতেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by SB editing (@sb____editing_)

এর আগে জগদম্বার চরিত্রে অভিনয় করতেন রোশনী ভট্টাচার্য (Roshni Bhattacharya)। কিন্তু কিছুদিন আগেই তাঁর বিয়ে হয়েছে। বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে জগদম্বার চরিত্রে সবেমাত্র অভিনয় শুরু করেছিলেন মিমি দত্ত (Mimi Dutta)। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যাচ্ছে সিরিয়াল। ফলে মন খারাপ মিমিরও। তবে এই মন খারাপকে মেনে নিয়েছেন তিনি। কারণ যা শুরু হয়, তা একদিন শেষ হতেই হয়।

 

View this post on Instagram

 

A post shared by Mimi Dutta (@duttamimi007)

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media