Hoop PlusTollywood

Koushani Mukherjee: মালদ্বীপের নীল সমুদ্র সৈকতে খোলা পিঠে উষ্ণতার ঝড় তুললেন কৌশানী!

কখনও সখনও সামান্য এক পশলা বৃষ্টি হলেও গ্রীষ্মের প্রবল দাবদাহ সমানে অব্যাহত বাংলার বুকে। সাধারণ মানুষ ছুটি কাটাতে যাচ্ছেন সিমলা, গ্যাংটকের মতো স্থানে। তবে কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)-র পছন্দ মালদ্বীপ। গত বছর তাঁকে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)-র সাথে মালদ্বীপে ঘুরতে যেতে দেখা গিয়েছিল। এবার বনি কাশ্মীরে ফিল্মের শুটিংয়ে ব্যস্ত। ফলে একাই মালদ্বীপ পাড়ি দিয়েছেন কৌশানী। মালদ্বীপ থেকে কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তিনি।

ছবিগুলিতে কৌশানীর পরনে রয়েছে মাল্টিকালার শর্ট ড্রেস। ড্রেসটি হল্টারনেক। ড্রেস জুড়ে রয়েছে কমলা, নীল, কালো সহ বিভিন্ন রঙের ছোঁয়া। ড্রেসের নিচের অংশে রয়েছে কয়েকটি ঝালর। তবে ড্রেসটি ফ্লেয়ারড নয়, এটি বডিকন। এই ড্রেসের সাথে কমলা রঙের জাঙ্ক ইয়ারিং পরেছেন কৌশানী। খোলা চুল উড়ছে সমুদ্রের হাওয়ায়। হালকা মেকআপ করেছেন কৌশানী। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড পিঙ্ক শেডের লিপস্টিকে। চোখ ঢেকেছেন ব্রাউন শেডের সানগ্লাসে। সি-বিচে ঘুরে বেড়াচ্ছেন কৌশানী। তবে অধিকাংশ সময় তাঁকে দেখা যাচ্ছে সমুদ্রের হাওয়ায় উড়ে যাওয়া পোশাক সামলাতে। ছবিগুলি শেয়ার করে কৌশানী লিখেছেন, যখন ছুটির নেশা ধরে যায়।

দূরে থাকলেও কৌশানীর ছবির কমেন্ট সেকশনে বনি অনেকগুলি আগুন, লাল রঙের হার্ট ও ভালোবাসার ইমোজি পোস্ট করেছেন। কৌশানীর অনুরাগীদের একাংশ তাঁর ছবিগুলির প্রশংসা করেছেন। দীর্ঘ আট বছর ধরে সম্পর্কে রয়েছেন বনি ও কৌশানী। সাম্প্রতিক কালে কৌশানীর জন্মদিনে তাঁর বাবা জানিয়েছেন, 2024 সালে বনি ও কৌশানী বসবেন বিয়ের পিঁড়িতে।

আগামী দিনে কৌশানীকে দেখা যাবে বাংলা ফিল্ম ‘হাঙ্গামা ডট কম’-এ। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন বনি।

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani)