বাবুল নন, রাজ চক্রবর্তীর অসম প্রেমের গল্পে নায়ক হচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা
রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র প্রযোজনায় নায়ক হওয়ার কথা ছিল বাবুল সুপ্রিয় (Babul Supriyo)-র। কিন্তু বাবুলের রাজনৈতিক ব্যস্ততার কারণে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। তখন থেকেই সবাইকে একটাই প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছিল, তাহলে কে? রাজ তো শেষমেশ বলেই ফেলেছিলেন, আর কাউকে না পেলে তিনিই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাবেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বহুদিন পর বাংলা টেলিভিশন নায়ক হিসাবে পেতে চলেছে সর্বকালের সেরা অভিনেতা কৌশিক সেন (Koushik Sen)-কে।
রাজের নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’-এ নায়কের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন কৌশিক। তবে তাঁর বিপরীতে নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Sinha Roy) নন, নতুন মুখ সৌমি (Soumi)। কৌশিকের মায়ের ভূমিকায় দেখা যাবে সোহাগ সেন (Sohag Sen)-কে। এক ভিন্ন স্বাদের অসমবয়সী প্রেমের কাহিনী নিয়ে আসতে চলেছে ‘গোধূলি আলাপ’। এক যুবতীর সঙ্গে তার থেকে বেশি বয়সের পুরুষের প্রেম নিয়ে তৈরি হচ্ছে চিত্রনাট্য। শোনা গিয়েছিল, এই সিরিয়ালের চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন মুম্বইয়ের কোনো এক নামী চিত্রনাট্যকার। এবার জানা গেল তাঁর নাম। তিনি ‘ফির সুবহ হোগি’ খ্যাত চিত্রনাট্যকার শ্বেতা ভরদ্বাজ (Sweta Bharadwaj)। ‘গোধূলি আলাপ’-এর পর্ব পরিচালনা করবেন সিদ্ধান্ত দাস (Sidhdhant Das)।
View this post on Instagram
স্টার জলসায় আগামী দিনে সম্প্রচারিত হবে ‘গোধূলি আলাপ’। এই সিরিয়ালের শুট শুরু হতে চলেছে চলতি মাসের শেষ থেকে। প্রথমদিকের শুট আউটডোরে হলেও তারপর স্টুডিওয় হবে নিয়মিত শুটিং। শনিবার ‘গোধূলি আলাপ’-এর প্রোমো শুট হয়েছে বলে জানা গেছে।
কৌশিক বহুদিন পর ভিন্ন স্বাদের চরিত্রে ফিরতে পেরে উচ্ছ্বসিত। তিনি জানালেন, লোহিয়া হাউস, উত্তর কলকাতা ও বানতলার বিভিন্ন এলাকা জুড়ে প্রোমো শুট হয়েছে। তাঁর বিপরীতে সৌমি একদম নতুন মুখ। ফলে পুরোদমে শুট শুরু হলে তাঁকে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়ে নিতে আশা রাখেন কৌশিক।
View this post on Instagram