Viral: ‘লাল পাহাড়ির দেশে যা’, সুন্দর প্রকৃতির মাঝে অসাধারন নৃত্য পরিবেশন সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়
সোশ্যাল মিডিয়ার পর্দায় কতকিছুই না ভাইরাল হয়। গান নাচ, আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে প্রত্যেকেই নিজের প্রতিভাকে প্রকাশ করতে পারেন এই সোশ্যাল মিডিয়ার নানান প্ল্যাটফর্ম এর মাধ্যমে। সঞ্চিতা গুপ্তা নামের এক যুবতী নিজের নাচের প্রতিভাকে পৌঁছে গিয়েছেন লক্ষ মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের কাছে।
কমেন্টে প্রশংসার ঝড় উঠেছে। কার সাবস্ক্রাইবারের সংখ্যা দেখেই মনে হচ্ছে তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়ার নানান প্লাটফর্ম যথা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি সঞ্চিতা বাউল গান ‘লাল পাহাড়ির দেশে যা’এর তালে প্রকৃতির মাঝেই খোলা আকাশের নীচে নাচ পরিবেশন করেছেন।
লাল-সাদা ছাপা চেক শাড়িতে একেবারে সাঁওতালি সাজে যুবতীকে বেশ ভালো লাগছে। লাল মাটিতেই ‘লাল পাহাড়ির দেশে’এর তালে তালে সঞ্চিতার নাচ পৌঁছে গেছে, দেশের বাইরের সীমানা পেরিয়ে। একবছর আগে নিজের ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করা হয়েছে। বর্তমানে যা ১২ লক্ষের বেশি মানুষ দেখে প্রশংসাও করেছেন বহু সকলে। তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলুন অসাধারণ এই ভিডিওটি –