whatsapp channel

Filmfare Bangla 2024: ফিল্মফেয়ারে চাঁদের হাট, মিঠুন থেকে প্রসেনজিৎ, কাদের হাতে উঠল ব্ল্যাক লেডি!

দর্শকদের বিনোদন দেওয়াই উদ্দেশ্য অভিনেতা অভিনেত্রীদের। সিনেমাটি যখন বক্স অফিসে সাফল্য পায়, দর্শকদের প্রশংসা কুড়ায়, কাজের স্বীকৃতি পেতে ভালো লাগে সকলেরই। আর অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীদের স্বীকৃতি দিতেই আয়োজিত হয় বিভিন্ন…

Nirajana Nag

Nirajana Nag

Advertisements
Advertisements

দর্শকদের বিনোদন দেওয়াই উদ্দেশ্য অভিনেতা অভিনেত্রীদের। সিনেমাটি যখন বক্স অফিসে সাফল্য পায়, দর্শকদের প্রশংসা কুড়ায়, কাজের স্বীকৃতি পেতে ভালো লাগে সকলেরই। আর অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীদের স্বীকৃতি দিতেই আয়োজিত হয় বিভিন্ন অ্যাওয়ার্ড শো। বলিউড, টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই বিভিন্ন পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয়ে থাকে। এর মধ্যে ফিল্মফেয়ার (Filmfare Award) অন্যতম। শোবিজ জগতের সবথেকে সম্মানীয় পুরস্কার গুলির মধ্যে একটি মানা হয় ফিল্মফেয়ারকে। বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতেও আলাদা করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।

Advertisements

২৯ মার্চ, শুক্রবার আয়োজিত হয়েছিল বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেই উপলক্ষে টলিউড তারকাদের হাট বসেছিল শহরের এক পাঁচতারা হোটেলে। এ বছর দুই বাংলা থেকেই নমিনেশন পেয়েছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেব, জিৎ, অনির্বাণ চক্রবর্তী, অন্যদিকে অরিজিৎ সিং, অনুপম রায়দের মতো ব্যক্তিত্বরা রয়েছেন মনোনয়নে। নমিনেশন তালিকায় নাম উঠেছে সৌমিতৃষা কুণ্ডু, তাসনিয়া ফারিন, সৃজা দত্তদেরও। শেষ পর্যন্ত কাদের হাতে উঠল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড? রইল বিস্তারিত তালিকা-

Advertisements

Filmfare Bangla 2024: ফিল্মফেয়ারে চাঁদের হাট, মিঠুন থেকে প্রসেনজিৎ, কাদের হাতে উঠল ব্ল্যাক লেডি!

Advertisements

সেরা অভিনেতা- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা)

Advertisements

সেরা অভিনেতা (ক্রিটিকস)- মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা অভিনেত্রী- চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)

সেরা অভিনেত্রী (ক্রিটিকস)- স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)

সেরা ছবি- অর্ধাঙ্গিনী

সেরা ছবি (ক্রিটিকস)- মায়ার জঞ্জাল

সেরা পরিচালক- অতনু ঘোষ (শেষ পাতা)

সেরা ডেবিউ পরিচালক- সুমন্ত্র রায় (ঘাসজমি)

সেরা ডেবিউ অভিনেতা- সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)

সেরা ডেবিউ অভিনেত্রী- তাসনিয়া ফারিন (আরো এক পৃথিবী)

সেরা সহ অভিনেত্রী- জয়া আহসান (অর্ধাঙ্গিনী)

সেরা সহ অভিনেতা- কৌশিক গঙ্গোপাধ্যায় (আরো এক পৃথিবী), অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী)

সেরা লিরিকস- অনুপম রায় (আলাদা আলাদা)

সেরা মিউজিক অ্যালবাম- অনুপম রায় (দশম অবতার)

সেরা গায়ক- অরিজিৎ সিং (ভাবো যদি)

সেরা গায়িকা- অবর্ণা রায় (মলয় বাতাসে), ইমন চক্রবর্তী (আলাদা আলাদা)

সেরা সংলাপ- অতনু ঘোষ (শেষ পাতা)

সেরা স্ক্রিনপ্লে- ইন্দ্রনীল রায়চৌধুরী এবং সুগত সিনহা (মায়ার জঞ্জাল)

সেরা অরিজিনাল স্টোরি- অতনু ঘোষ (শেষ পাতা)

সেরা এডিটিং- সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল)

সেরা কস্টিউম ডিজাইন- ঋতুপর্ণা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)

সেরা সিনেম্যাটোগ্রাফি- ইন্দ্রনীল মুখোপাধ্যায় (মায়ার জঞ্জাল)

সেরা প্রোডাকশন ডিজাইন- তন্ময় চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা সাউন্ড ডিজাইন- শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- প্রভাত রায়

whatsapp logo
Advertisements
Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই