Hair Care Tips: ঘন লম্বা চুল পেতে বাড়িতে বানিয়ে মেখে ফেলুন আয়ুর্বেদিক হেয়ার অয়েল
মা, ঠাকুমাদের আমলে চুলের এত সমস্যা দেখা দিত না। তার প্রধান কারণ হলো তেল মাসাজ আমরা হয়তো অনেকেই জানি, ছোটবেলাতেই মা ঠাকুমার কাছে বসলেই এক খাবলা সরষের তেল অথবা নারকেল তেল নিয়ে চুলের গোড়ায় গোড়ায় তারা ভালো করে ম্যাসাজ করে দিতেন। বর্তমানে এমনটা হয় না, বর্তমানের মেয়েরা বিউটি পার্লারে গিয়ে চুলের নানান রকম হেয়ার ট্রিটমেন্ট করেন চুল ভালো থাকবে বলে? এটা কি সত্যিই চুল ভালো থাকে।
তা কিন্তু মা ঠাকুমার ছবি দেখলে সত্যি মনে হয়। যে তারা যেভাবে চুলের যত্ন নিতে, কম সময়ের মধ্যে আমরা বর্তমান যুগে দাঁড়িয়ে এর পেছনে সময় নষ্ট, টাকা নষ্ট করেও তেমন চুল পাইনা। তাহলে গোড়ায় গলদটা জানতে হবে। আজকালকার যুগে মেয়েরা মাথায় তেল মাখে না, তেল মাখা একেবারে পছন্দ নয় তাদের। সপ্তাহে নিয়ম করে যদি দুদিন ভালো করে অয়েল মাসাজ করা যায় তাহলে চুল অনেক সুন্দর হতে পারে। তবে আয়ুর্বেদ মতে, বেশ কিছু তেল আমাদের চুল কালো করতে ঘন করতে এবং লম্বা করতে সাহায্য করে।
ঘরোয়া আয়ুর্বেদিক তেল বানাতে প্রয়োজন হবে দুটি বড় বড় পেঁয়াজ এবং এক কাপ নারকেল তেল ১ টেবিল চামচ কালো সরষে। প্রত্যেকটি উপকরণকে অল্পের মধ্যে দিয়ে খানিকক্ষণ গরম করে পেঁয়াজের রস দিয়ে ভালো করে তেল তৈরি করে নিতে হবে। এরমধ্যে ১ টেবিল চামচ লবঙ্গ ফেলে দিতে হবে। লবঙ্গ আমাদের চুল কালো করতে এবং লম্বা করতে সাহায্য করে এই তেল প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করতে হবে। অল্প করে নিয়ে আর যারা প্রতিদিন তেল মাখতে চান না, তারা সপ্তাহে দু’দিন শ্যাম্পু করার অন্তত তিন ঘণ্টা আগে এই তেল সামান্য গরম করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। এক মাস যেতে না যেতেই চুলের খাওয়া খুশকি চুল উঠে যাওয়া চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা এবং চুল ছোট থাকার সমস্যা, যে কোন সমস্যার সমাধান পাবেন।