Hoop Life

শুধু মুখ নয়, পুরো শরীর ফর্সা করুন ১টি ঘরোয়া উপাদানে

ফর্সা হতে আমরা সকলেই পছন্দ করি। কিন্তু ঈশ্বরপ্রদত্ত রংকে পাল্টে ফেলা ভারি মুশকিল। আপনি কি জানেন আপনার ত্বক পরিষ্কার করতে আটা কত উপকারী একটি উপাদান। ফর্সা হওয়ার জন্য কোন নামিদামি ক্রিম ব্যবহার করার দরকার নেই, রান্না ঘরে গিয়ে একটু খুঁজলেই আপনার হাতের সামনে পেয়ে যেতে পারেন অনেক সুলভ উপাদান।

আটা দিয়ে তৈরি ফেসপ্যাক -»
গরম জলের মধ্যে আটা গুলিয়ে নিয়ে এই মিশ্রণটি যদি ভালো করে হাত-পা পিঠে লাগাতে পারেন তাহলে ত্বক অনেক বেশি পরিষ্কার হবে।

গরম দুধের মধ্যে আটা গুলিয়ে নিয়ে আটা ত্বকে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দেওয়ার পরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

গোলাপ জলের মধ্যে আটা মিশিয়ে মিশ্রণটি ঠিক একইভাবে যেখানে যেখানে মনে হবে সেখানে ভালো করে ঘষে লাগিয়ে নিয়ে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

আটার ফেসপ্যাক এর উপকারিতা -»

আটার ফেসপ্যাক যদি প্রতিদিন ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই ত্বকের মরা কোষ দূর হবে।

রং ফর্সা করতে ব্যবহার করতে পারেন আটার ফেসপ্যাক।

ত্বকের উপরে কোন ফুসকুড়ি ঘামাচি দূর করতে অবশ্যই ব্যবহার করুন আটার ফেসপ্যাক।

Related Articles