Recruitment: মেডিকেল কলেজে চলছে কর্মী নিয়োগ, মোটা বেতনের সুযোগ পেতে চটজলদি করে ফেলুন আবেদন
দেশ তথা রাজ্যে বেকারত্ব একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। অনেকেই উচ্চশিক্ষা সত্ত্বেও যথাযথ চাকরির অভাবে কর্মহীন হয়ে বসে রয়েছেন। তবে এবার যারা চাকরির খোঁজ (Recruitment) করছেন তাদের জন্য এমন এক খবর রইল যা তাদের মুখে হাসি ফোটাবে। এ রাজ্যেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মালদা মেডিকেল কলেজে ICMR-PM-ABHM স্কিমে বেশ কিছু কর্মী নিয়োগ হতে চলেছে বলে খবর। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য রইল এই প্রতিবেদনে।
পদের নাম এবং শূন্যপদের সংখ্যা
মালদা কলেজে ICMR-PM-ABHM স্কিমে প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে নিয়োগ হতে চলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্টের জন্য দুটি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
বিএসসি নার্সিং বা মাইক্রোবায়োলজি নিয়ে যারা স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ করেছেন বা যারা মাইক্রোবায়োলজি নিয়ে স্নাতকোত্তর বা মাস্টার ডিগ্রি কিংবা পাবলিক হেলথ বিষয়ের উপর মাস্টার ডিগ্রি অর্জন করেছেন তাদের তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্টের পদের জন্য আবেদন জানাতে পারেন। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারের বেসিক জ্ঞান এবং লার্নিং সফটওয়্যার চালাতেও জানতে হবে। এছাড়াও মাইক্রোসফট অফিস সংক্রান্ত দক্ষতা এবং আঞ্চলিক ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা
১.১.২০২৪ অনুযায়ী, ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
বেতন সীমা
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে বেতন পাবেন ২৮ হাজার টাকা।
আবেদন পদ্ধতি
এই পদে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র পাঠাতে হবে Malda Medical College & Hospital. Singatala Uma Roy Sarani, Malda West Bengal 732101 ঠিকানায়।
নিয়োগ পদ্ধতি
জমা পড়া আবেদনের মধ্যে থেকে শর্টলিস্ট করে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে নির্বাচিত প্রার্থীদের। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ডাকা হবে ইন্টারভিউ এর জন্য। এতে পাশ করতে পারলেই প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদের জন্য নির্বাচন করা হবে প্রার্থীদের।
আবেদনের শেষ তারিখ
এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ২০২৪ এর ১৯ শে জুন। এর ১৫ দিনের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে।