Lifestyle: এই বিশেষ নিয়ম মেনে বানান বিয়ের কার্ড, দাম্পত্য জীবনে বজায় থাকবে সুখ-সমৃদ্ধি
বাস্তু মতেই, আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে, তবেই আপনি আপনার জীবনে আনতে পারবেন সুখ-সমৃদ্ধি সামনেই প্রচুর বিয়ে বা সামনেই যাদের বিয়ের কার্ড ছাপানো শুরু হয়ে গেছে, তারা বিয়ের কার্ড ছাপানোর ক্ষেত্রে কতগুলি বাস্তু নিয়ম মেনে চলতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীকালে দাম্পত্য জীবন অনেকটা সুখের হবে, তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় দেখে ফেলুন বিয়ের কার্ড এর পাঁচটি অসাধারণ বাস্তু টিপস।
১) বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, সর্বদা আয়তাকার বা বর্গাকার কার্ড বিয়ের জন্য অত্যন্ত শুভ। এখন নানান রকম আকারের কার্ড বেরিয়েছে তা কিন্তু একেবারেই শুভ নয়।
২) বিয়ের কার্ডে কখনোই পাত্র-পাত্রী ছবি দেওয়া একেবারেই উচিত নয়, বর্তমানে নানান রকম স্টাইল হয়েছে পাত্র পাত্রীর ছবি দিয়ে বিয়ের কার্ড করা, এটি করলে আপনার পরবর্তী বিবাহিত জীবন কিন্তু সুখের হবে না, এমনটাই জানাচ্ছেন বাস্ত বিশেষজ্ঞরা।
৩) বিয়ের কার্ডের মধ্যে কখনো কালো বা খয়রি রং ব্যবহার করবেন না। লাল রঙের বেশি পরিমাণে ব্যবহার করবেন কালচে খয়রি বা ব্রাউন বা কালো একেবারেই নিষেধ, তাই এটি বুঝে তারপরে কার্ড ছাপাতে দেবেন।
৪) বিয়ের কার্ডে কখনোই রাধা কৃষ্ণের ছবি রাখা একেবারেই উচিত নয়, কারণ রাধা কৃষ্ণ যতই প্রেমের প্রতীক হন না কেন, তাদের জীবন কিন্তু অনেকটাই বিরহ এবং যন্ত্রনা পূর্ণ।
৫) বিয়ের কার্ডের গণেশের ছবি রাখতে পারেন, তবে নাচছে এমন ছবি কিন্তু একেবারেই উপযুক্ত হবে না, তাই কার্ড ছাপানোর আগে এই কথাটি মাথায় রাখবেন।