ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সকলের রয়েছে’ সমান অধিকার। সেইজন্যই তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে করোনা ভাইরাসের টিকা নিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। সমস্ত মানুষই সমান এই ভাবনা থেকেই মিমির এমন সিদ্ধান্ত।
তবে জানা গিয়েছে, ক্যাম্পে শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষ ছিলেন না তাদের পাশাপাশি ছিলেন দরিদ্র, সমকামী, রূপান্তরকামী মানুষ। মানুষের জীবিকা নিয়ে কখনো একটি মানুষকে বিচার করা যায় না। তাই অটোচালক, রিকশাচালকের মধ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীও টিকা নিলেন।
ভ্যাকসিনের ক্ষেত্রে জাতপাত ধর্মের কোন ভেদাভেদ নেই। আর এই জুন মাসে প্রাইড মাস হিসাবে সেলিব্রেট করা হচ্ছে, টিকা নিয়ে মানুষের মনে যে ভুল ধারণা রয়েছে সেই ধারণাও আশা করা যাচ্ছে ভেঙে যাবে। এমনই মন্তব্য করলেন মিমি চক্রবর্তী।
সমস্ত মানুষকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গবাসী যাতে করোনা মুক্ত হতে পারে তেমনি চেষ্টা করা যাচ্ছে। যদিও ১৮ বছরের উপরে টিকাকরণের কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গেছে কিন্তু এতদিনে ভ্যাকসিন নিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।