BollywoodHoop Plus

Monalisa: বাথটাবে শুয়ে ছবি শেয়ার করলেন ঝুমা বৌদি

মোনালিসা (Monalisa) ও পুজা ব্যানার্জী (Puja Banerjee) একসময় যথেষ্ট ভালো বন্ধু হলেও ইদানিং তাঁদের একসাথে দেখা যায় না। তবে মোনালিসা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। তাঁর অধিকাংশ ছবি খোলামেলা। এই ধরনের ছবি শেয়ার করার কারণে সমালোচিত হলেও মোনালিসা তা পাত্তা দেন না। সম্প্রতি বাথটাবে শুয়ে ছবি শেয়ার করলেন মোনালিসা।

মোনালিসার শেয়ার করা ছবিতে তাঁকে দেখা যাচ্ছে বাথটাবে আধশোয়া হয়ে থাকতে। তাঁর পরনে রয়েছে কমলা রঙের ক্রপ টপ। টপের সামনের অংশে নট বাঁধা রয়েছে। এই টপটির স্লিভ স্প্যাগেটি। ডিপ নেকলাইনের কারণে সামান্য উন্মুক্ত রয়েছে মোনালিসার ক্লিভেজ। নিম্নাংশে রয়েছে সাদা রঙের হট প্যান্ট। হালকা মেকআপ করেছেন মোনালিসা। চোখে ব্যবহার করেছেন সোনালি রঙের আইশ‍্যাডো। ঠোঁট রাঙিয়েছেন রাস্ট রঙের লিপস্টিকে। চুলে বেঁধেছেন পনিটেল। শুকনো বাথটাবে আধশোয়া হয়ে ছবি তুলেছেন তিনি। কখনও তাঁর হাতে দেখা যাচ্ছে চায়ের কাপ। ছবিগুলি শেয়ার করে মোনালিসা লিখেছেন, সারাদিনের দীর্ঘ শুটিংয়ের পর বাথটাবটি ইন্সটাগ্রামের উপযুক্ত দেখানো উচিত। ক্যাপশনের সাথে বাথটাবের ইমোজি জুড়েছেন তিনি।

মোনালিসার অনুরাগীদের পছন্দ হয়েছে তাঁর ছবিগুলি। তবে কোন প্রোজেক্টের শুটিং করছেন তা জানাননি মোনালিসা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল হিন্দি ধারাবাহিক ‘নজর’-এর দ্বিতীয় সিজনে। ভোজপুরি অভিনেত্রী হওয়া সত্ত্বেও কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ নজর কেড়েছিলেন মোনালিসা। এরপর তাঁকে দেখা গিয়েছিল হইচই-এর বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-তে।

এই ওয়েব সিরিজে ঝুমাবৌদির বোল্ড লুকে নজর কেড়েছিলেন মোনালিসা। এরপর একাধিক হিন্দি ধারাবাহিকে তাঁকে খল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)