whatsapp channel

ব্যাংকে টাকার লেনদেন করলেই দিতে হবে অতিরিক্ত চার্জ, নতুন নিয়মে মাথায় হাত মধ্যবিত্তদের

ব্যাঙ্কে টাকা জমা এবং টাকা তোলার ক্ষেত্রে এবার থেকে দিতে হবে চার্জ। ১ নভেম্বর থেকেই ব্যাঙ্কের নিয়মে বড়সড় বদল ঘটেছে৷ সেই বদনের মধ্যেই এই নিয়মটা পড়ছে। এতদিন পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

ব্যাঙ্কে টাকা জমা এবং টাকা তোলার ক্ষেত্রে এবার থেকে দিতে হবে চার্জ। ১ নভেম্বর থেকেই ব্যাঙ্কের নিয়মে বড়সড় বদল ঘটেছে৷ সেই বদনের মধ্যেই এই নিয়মটা পড়ছে। এতদিন পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে টাকা তোলা ও জমা দেওয়ার ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ দিতে হত না গ্রাহকদের৷ তবে চলতি মাস থেকেই ব্যাঙ্কের নির্দিষ্ট করে দেওয়া সীমার অতিরিক্ত টাকা ব্যাঙ্কে এসে তোলা ও জমার ক্ষেত্রে আলাদা করে চার্জ দিতে হবে গ্রাহকদের৷

Advertisements

১ নভেম্বর অর্থাৎ গতকাল, রবিবার থেকেই এই নিয়ম চালু করেছে ভারতের অন্যতম প্রথম সারির ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা৷ তবে এখনও পর্যন্ত পিএনবি, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলি এই নিয়ম চালু করেনি৷

Advertisements

এই বিষয়ে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কে এসে সেভিংস অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ তিন বার কোনও চার্জ ছাড়াই টাকা তুলতে পারবেন গ্রাহকেরা৷ কিন্তু চতুর্থবার থেকে প্রতি জমায় চার্জ হিসেবে দিতে হবে ৪০ টাকা৷ লোন অ্যাকাউন্টের ক্ষেত্রে একই নিয়মে মাসে তৃতীয়বারের পর টাকা তুলতে এলে প্রতিবার চার্জ হিসেবে দিতে হবে ১৫০ টাকা৷ অন্যদিকে, একইভাবে টাকা তোলার ক্ষেত্রেও মাসে তিনবার কোনও চার্জ লাগবে না কিন্তু তিনবারের অধিক ব্যাঙ্কে এসে টাকা তুলতে গেলে প্রতিবারের জন্য দিতে হবে ১০০ টাকা করে চার্জ।

Advertisements

একমাত্র এই নিয়মের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে জনধন যোজনা অ্যাকাউন্টকে৷ জনধন যোজনা অ্যাকাউন্ট গ্রাহকদের ক্ষেত্রে কোনও চার্জ বা টাকা জমা তোলায় কোনও সীমা নেই।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media