Monsoon Update: অবশেষে বর্ষার বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ, ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
জুলাই মাসের অর্ধেক সময় কেটে গেলেও বাংলায় এখনো সেভাবে বর্ষার রূপ পরিলক্ষিত হয়নি। স্বাভাবিকের ট্যেকে যে এবার অনেকটাই কমে বর্ষা হবে, তা মোটামুটি বুঝে গেছেন সকলেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ঘোর বর্ষাতেও গ্রীষ্মকালীন পরিস্থিতি বজায় রয়েছে। তাপমাত্রার সঙ্গে অর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে গাঙ্গেয় জেলাগুলিতে। তবুও যেন স্বস্তির বৃষ্টি নেই কোথাও।
তবে সপ্তাহের শুরুতেই রাজ্যবাসীকে সুখবর শোনালো মৌসম ভবন। হাওয়া অফিস জানিয়েছে যে ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের প্রভাবেই একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তর ভারত অবধি। সেই কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গেও মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে। কলকাতা সহ গাঙ্গেয় ও উপকূলীয় জেলায় আগামী কয়েকদিন বজায় থাকতে চলেছে স্বস্তিদায়ক আবহাওয়া। এখন একনজরে দেখে নিন আজ রাজ্যজুড়ে কেমন থাকবে আবহাওয়া।
■ কলকাতার আবহাওয়া: গত ২৪ ঘন্টা থেকেই শহর কলকাতার আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন। আর এই পরিস্থিতিতে বৃষ্টির আশায় আকাশের দিকে তাকিয়ে তিলোত্তমার বাসিন্দারা। তবে এখনই সেখানে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৮ শতাংশ।
■ দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। আজ থেকে বেশ কয়েকটি গাঙ্গেয় জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে এখনই তাপমাত্রার হেরফের ঘটবে না বলেই জানা গেছে।
■ উত্তরবঙ্গের আবহাওয়া: আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলেও উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমান কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও আজ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানা গেছে।