Weather: রথযাত্রার দিনেই ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, জারি হল সতর্কতা!
চলতি বছর এপ্রিল থেকেই কার্যত গ্রীষ্মের আগুনে পুড়ছে বাংলা। মে ও জুন মাসে তো চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বেশ কয়েকটি জেলায়। অনেকেই মনে করতে পারছেন না শেষ কবে কলকাতা ও রাজ্যে এমন গরম পড়েছিল। এমতাবস্থায় বেশ কয়েকদিন ধরেই বৃষ্টির জন্য চাতকের মতো আকাশের দিকে তাকিয়ে বসেছিল বঙ্গবাসী। কবে রাজ্যে বর্ষার আগমন হবে সেই নিয়ে চলছিল চর্চা।
বৃষ্টি নিয়ে আলোচনার মাঝেই রাজ্যবাসীকে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যে কলকাতা সহ বেশ কয়েকটি গাঙ্গেয় জেলায় বর্ষা প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু অংশে বর্ষার বৃষ্টি শুরু হবে। এখন একনজরে দেখে নিন, আজ রাজ্যে কেমন থাকবে আবহাওয়া।
■ কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গতকাল থেকেই শহর কলকাতায় বর্ষার আগমন ঘটেছে। সেই কারণে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জারি হলুদ সতর্কতা৷ আগামী কিছুদিন কলকাতা ও পাশ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত চলতে থাকবে৷ আজ কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে।
■ দক্ষিণবঙ্গের আবহাওয়া: কলকাতা সহ গাঙ্গেয় জেলায় বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় উন্নতি হয়নি আবহাওয়ার। মৌসম ভবন সূত্রে খবর, পশ্চিমের জেলাগুলিতে আরও দু-একদিন তাপপ্রবাহ চলবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে তাপপ্রবাহের সম্ভাবনা অনেকটা কমবে বলেই জানা গেছে। আজ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে ৷
■ উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে ইতিমধ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে বর্ষার বৃষ্টি চলছে। আজকের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। মালদা এবং দুই দিনাজপুরে হালকা বৃষ্টি চলবে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ।