Viral: ‘শাল তলে বেলা ডুবিল’, সুন্দর প্রকৃতির মাঝে অসাধারন নৃত্য পরিবেশন সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়
বর্তমানে নিজের প্রতিভা প্রকাশ করার অনেক সুযোগ দেখা যায়। আগেকার দিনে এত সুযোগও ছিল না, কিন্তু আগেকার দিনে প্রতিভা নেহাতই কম ছিলনা। তবে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ বেশ কম ছিল। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এর মাধ্যমে মানুষ কিন্তু অনায়াসে তার প্রতিভাকে সকলের মাঝে পৌঁছে দিতে পারে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কালো শাড়ি পরে প্রকৃতির মাঝে একেবারে নিজের মতন করে একটি নাচ পরিবেশন করেছেন এক যুবতী। যুবতী যে গানটি সঙ্গে নাচ পরিবেশন করেছেন সেটি হল ‘শাল তলে বেলা ডুবিলো’ এটি এক আঞ্চলিক লোকসংগীত। বর্তমানে এখন এই লোকসঙ্গীতকে নানানভাবে পরিবেশন করা হচ্ছে। কখনো গানের মাধ্যমে, কখনো নাচের মাধ্যমে এর ফলে এই আঞ্চলিক ভাষায় গাওয়া লোকসংগীত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দ্রুত।
‘ ডান্স স্টার মৌ’ এই ইউটিউব চ্যানেলটিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আর তারপর থেকেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে এই নাচ। শুধু নাচই নয়, নাচের সঙ্গে রয়েছে আঞ্চলিক ভাষায় লোকসংগীত। একই সঙ্গে বাংলার সংস্কৃতি পৌঁছে যাচ্ছে দূর-দূরান্তে। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ নাচ-