BollywoodHoop Plus

Mouni Roy: উন্মুক্ত নাভিতে নেটিজেনদের ঘুম কাড়লেন মৌনি

মৌনি রায় (Mouni Roy) দিনের পর দিন তাঁর স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে সকলকে চমকে দিচ্ছেন। একসময় মৌনিকে দেখা যেত শুধুমাত্র এথনিক পোশাকে। কিন্তু ধীরে ধীরে নিজের ফিগারকে টোন করেছেন তিনি। বর্তমানে বিকিনিতেও সমান স্বচ্ছন্দ মৌনি। দুবাই প্রবাসী ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ার (Suraj Nambiar)-এর সাথে বিয়ের পর মৌনি যেন আরও অনেক বেশি খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় করোনাকাল থেকেই অ্যাকটিভ মৌনি। ইন্সটাগ্রামে নিত্যনতুন ফটোশুট ও রিল শেয়ার করার পাশাপাশি নিজের কাজের খবরও অনুরাগীদের সাথে শেয়ার করে নেন মৌনি। সপ্তাহান্তে ডিজাইনার আউটফিটে নিজের একগুচ্ছ ছবি তুলে তা ইন্সটাগ্রামে শেয়ার করেছেন মৌনি।

এদিন মৌনির পরনে ছিল কপার রঙের শিমারি ড্রেস। ড্রেসটি মারমেড কাটের। এই ড্রেসের নেকলাইনে রয়েছে ক্রিসক্রস ডিজাইন। ড্রেসের কোমরের অংশ অনেকটাই উন্মুক্ত। ফলে উন্মুক্ত রয়েছে মৌনির নাভিমূল। নাভির নিচে পোশাকের অংশে রয়েছে অনেকগুলি প্লিট। প্লিটের নিচে রয়েছে স্লিটেড ডিজাইন। ফলে উন্মুক্ত রয়েছে মৌনির মসৃণ পা। গাউনের ব্যাকেও রয়েছে ক্রিসক্রস ডিজাইন। ফলে উন্মুক্ত মৌনির মসৃণ পিঠও। গাউনটি যথেষ্ট রিভিলিং। এই গাউনটি যথেষ্ট গর্জাস। ফলে মৌনি কোনো অ্যাকসেসরিজ পরেননি।

নজর কাড়ছে মৌনির দুই চোখের স্মোকি আই লুক। ঠোঁট রেঙেছে ন্যুড শেডের লিপস্টিকে। চিকবোনে রয়েছে হালকা হাইলাইটারের ছোঁয়া। খোলা রয়েছে মৌনির সিল্কি চুল। তাঁর সাজ সম্পূর্ণ করেছে পায়ের সোনালি রঙের স্টিলেটো। চলতি বছরের ‘জিকিউ বেস্ট ড্রেসড 2023’-তে এটিই ছিল মৌনির নজরকাড়া লুক।

বর্তমানে হোটেল ব্যবসায় পা রেখেছেন মৌনি। মুম্বইয়ের বুকে তাঁর প্রথম রেস্তোরাঁ খুলেছেন তিনি। পাশাপাশি আগামী দিনে মৌনিকে দেখা যাবে হরর কমেডি ফিল্ম ‘দ্য ভার্জিন ট্রি’-তে।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)