পড়ানোর নাম করে ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ শিক্ষক, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না এই সিরিজ
করোনাকালীন সময়ের পর থেকেই হলে গিয়ে সিনেমা দেখার ঝোঁক এখন অনেকটাই কমেছে দর্শকদের মধ্যে। মানুষ এখন অনেল বেশি ব্যস্ত। আর এই ব্যস্ততার ফাঁকে খুচরো সময় পেলে সকলেই মোবাইলবন্দি হয়ে থাকতে পছন্দ করে। তাই বিনোদন জগৎকে মোবাইলের ভেতর বন্দি করতেই উদ্ভাবন হয় ওয়েব সিরিজের। প্রথম বিদেশে এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা থাকলেও ধীরে ধীরে ভারতেও প্রবেশ করে মোবাইল স্ক্রিনে ছবি দেখানোর এই ধারণা। বর্তমানে এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা ভারতেও তুঙ্গে।
দিনের পর দিন বাড়ছে ওয়েব সিরিজের দর্শক সংখ্যা। আর সেই কারণেই ফুলে ফেঁপে উঠছে ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি। তবে মোবাইল স্ক্রিনে উষ্ণ ও সাহসী দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজের চাহিদা এখন বেশ ভালো। আর সমস্ত ওটিটি প্লাটফর্মের মধ্যে বেশকিছু এমন প্লাটফর্ম রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন বোল্ড ওয়েব সিরিজ দেখতে পারবেন। এগুলির মধ্যেই অন্যতম হল ‘উল্লু’, ‘প্রাইম শটস’, ‘কোকু’, ‘অলট বালাজি’। সাসপেন্স, থ্রিলার বা কমেডিধর্মী সিরিজ ছাড়াও এইসব প্ল্যাটফর্মে এখন প্রাপ্তবয়স্কদের জন্যও কন্টেন্ট তৈরি হয়। তাই এই প্ল্যাটফর্মগুলি বর্তমানে গোপনে জনপ্রিয়তা লাভ করেছে।
সম্প্রতি ‘প্রাইমশটস’ নামের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে ‘মিঃ টিচার’ নামের একটি সাহসী দৃশ্যে ভরপুর ওয়েবসিরিজ। এই সিরিজের গল্প একটি পরিবারকে ঘিরে। ওই পরিবারে স্ত্রী তার স্বামীর দ্বারা শারীরিকভাবে সুখী নয়। আর সেই কারণেই সে মেয়ের জন্য এক গৃহশিক্ষকের ব্যবস্থা করে। আর ধীরে ধীরে সেই শিক্ষকের সঙ্গে কুকর্মে লিপ্ত হয় ওই মহিলা। একটা সময় মা ও মেয়ে দুজনেই শিক্ষকের সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এভাবেই ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যায় এই সিরিজের গল্প।
এই ওয়েবসিরিজে রয়েছে একাধিক সাহসী দৃশ্য। যার কারণে যুব সমাজের কাছে এই সিরিজ চিত্তাকর্ষক হয়ে উঠেছে। আর এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী শায়না ক্ষত্রি। এছাড়াও এই সিরিজে দেখা গেছে অনেক উদীয়মান কলাকুশলীদের। এই সিরিজটি আপনি ‘প্রাইমশটস’ এপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে তবেই দেখতে পারবেন।