whatsapp channel

Mukesh Ambani: কখনো সবুজ কখনো বেগুনি, মুকেশ আম্বানির ‘বহুরূপী’ গাড়ির দাম শুনলে ভিরমি খাবেন

ভারত হল উন্নয়নশীল একটি দেশ। তাই দেশের ক্রমবর্ধমান জিডিপি-র সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের নানা ব্যবসা ও বানিজ্যিক প্রশাখা। স্বাধীনতার পর থেকেই দেশে অনেক শিল্পপতি আত্মপ্রকাশ করেছেন। অনেকেই আবার নতুন…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

ভারত হল উন্নয়নশীল একটি দেশ। তাই দেশের ক্রমবর্ধমান জিডিপি-র সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের নানা ব্যবসা ও বানিজ্যিক প্রশাখা। স্বাধীনতার পর থেকেই দেশে অনেক শিল্পপতি আত্মপ্রকাশ করেছেন। অনেকেই আবার নতুন ব্যবসা শুরু করে ধামাকা করেছেন গোটা দেশে। এর মাঝেই কেউ কেউ হয়ে উঠেছেন ধনকুবের। আর এমনটা সম্ভব হয় শিল্পপতি হলেই। রতন টাটা, ধীরুভাই আম্বানি, আদিত্য বিড়লা প্রমুখরা হলেন আমাদের দেশের কিছু নামজাদা শিল্পপতি। এদেশে সকলেই তাদের একডাকে চেনেন।

Advertisements

তবে বর্তমানে দেশের ধনীতম ব্যক্তিদের তালিকায় উল্লেখযোগ্য স্থানে রয়েছেন রিলায়েন্স জিও কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। রিলায়েন্স গোষ্ঠীর বেশিরভাগ সম্পত্তির মালিকানা রয়েছে তার হাতেই। অন্যদিকে মুকেশপত্নী নীতা আম্বানির (Nita Ambani) সম্পত্তির পরিমানও নেহাত কম নয়। আইপিএল-এর দলের মালিকানা থেকে অন্যান্য ব্যবসায় শেয়ার, নীতা আম্বানিও সম্পত্তির নিরিখে রয়েছেন বেশ উঁচু স্থানেই। তাই এই যুগলের জীবনধারণ নিয়ে প্রবল আগ্রহ থাকে সাধারণ মানুষের মধ্যে। আর এবার এই আম্বানি পরিবারের একটি বিষয়কে ঘিরে চর্চা শুরু হল।

Advertisements

আম্বানি পরিবারের বিলাসবহুল বাড়ি থেকে তাদের গাড়ির গ্যারেজ, মূল্যের দিক থেকে সবগুলিই নজরকাড়া। আর এবার আম্বানির একটি গাড়িকে দেখেই অবাক হচ্ছে গোটা দেশ। সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে মুকেশ আম্বানির কনভয়ের মাঝেই দেখা গেছে একটি গাড়িকে, যেটি গিরগিটির মতো রং বদলাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়েছেন। আম্বানির এই গাড়িটি কখনো বেগুনি রংয়ের দেখা যাচ্ছে, কখনো আবার তার রং হচ্ছে সবুজ। আর এই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে যেতেই নেটিজেনদের মধ্যে গাড়িটিকে ঘিরে বাড়ছে কৌতুহল।

Advertisements

আদতে এটি হল একটি Bentley Bentayga গাড়ি। এই গাড়ি এখন বিশ্বের সবথেকে দামি SUV-র তকমা পেয়েছে। দুর্দান্ত ফিচার্স এবং অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই গাড়ির বকর্তমান বাজারদর ৫ কোটি থেকে ৬.৭৫ কোটি টাকার মধ্যে। এই গাড়িটি মুকেশ আম্বানির গ্যারেজে স্থান পায় ২০২১ সালে। কিন্তু কিভাবে রং বদলায় এই গাড়ি? এর আসল রহস্য লুকিয়ে রয়েছে গাড়ির উপর করা বিশেষ ধরনের রংয়ে। অর্থাৎ এই গাড়িতে এমন একটি বিশেষ রং ব্যবহার করা হয়েছে যেটিকে আলাদা আলাদা স্থান থেকে থেকে দেখলে আলাদা আলাদা রং চোখে পড়ে।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা