Hoop VideoHoop Viral

VIDEO: স্বপ্না চৌধুরী অতীত,স্টেজে উঠে চটুল ভঙ্গিতে উদ্দাম নাচ মুসকান বেবির

নতুন প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া হল একটি হাতিয়ার। যার মাধ্যমে নানান রকম প্রতিভার সকলের কাছে তুলে ধরা যায়। যদিও পুরনো প্রজন্মের মানুষদের ধারণা এই মুঠোফোনই হল নতুন প্রজন্মের উচ্ছন্নে কারণ, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে দেখেন, তাহলে মুঠোফোনের সাহায্যেও কিন্তু বাড়িতে বসে সৎপথে রোজগার করা যায়। শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারেন খুব সহজেই। বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে সক্ষম হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়, আগেকার দিনে এই ধরনের স্টেজ প্রোগ্রামগুলো যখন হতো তার কিন্তু অনেক পরে মানুষের কাছে গিয়ে পৌঁছতো কোন টেলিভিশনের মাধ্যমে। কিন্তু বর্তমানে এই ধরনের অনুষ্ঠানগুলো সামনাসামনি দেখার পরেও কারো যদি ইচ্ছা হয়, বাড়িতে বসে একটু আয়েশ করে দেখবেন, তাহলেও কিন্তু সহজে তা youtube এর মাধ্যমে দেখে নিতে পারেন। বর্তমানে অন্যান্য গানের সঙ্গে ও এই ধরনের হারিয়ানভি গানের কিন্তু বেশ চাহিদা আছে, সেই গানের তালে তালে নাচতে কিন্তু ওস্তাদ এইখানে নৃত্যশিল্পীরা।

সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যম যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক এবং youtube এর মাধ্যমে ভিডিওগুলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়, এর আগেও আমরা খেয়াল করেছি রানাঘাটে রানু মণ্ডল, বাদাম বাদাম গানে বিখ্যাত হওয়া বাদাম কাকু প্রত্যেকেই কিন্তু এইভাবেই মানুষের মনের মধ্যে গেঁথে গিয়েছিলেন। আপনিও যদি চান আপনার প্রতিভাকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ব্যবহার করতে পারেন। তাহলে আর আলাদা করে মানুষের কাছে পৌঁছানো নিয়ে চিন্তা করতে হবে না।

বেশ কিছুদিন আগে মুসকান বেবির অসাধারণ একটি স্টেজ পারফরম্যান্স একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, কালো রংয়ের একটি সালোয়ার কামিজ পরে নিজের ক্লিভেজ দেখাতে ব্যস্ত, আমাদের মুসকান বেবি। আর প্রত্যেকটি নাচের ঠুমকা দেখে সকলে একেবারে পাগল হয়ে যান, মাঝে মাঝে তো স্টেজের নিচে যারা দর্শক আসনে থাকেন, তারাও স্টেজের উপর উঠে নিজেকে সামলাতে পারেন না। ‘হারিয়ানভি ডিজে ঠুমকা’ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অসাধারণ এই নাচের ভিডিও সকলের কাছে পৌঁছে গেছে, প্রায় দেড় হাজার এরও বেশি মানুষ নাচটিকে লাইক করেছেন।

Related Articles