বাড়ির টবে নাগচম্পা চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন
সবুজ গাছের মধ্যে থোকা থোকা সাদা ফুল আপনার ছাদ বাগানের শোভা বৃদ্ধি করতে পারে। গাছের পাতাগুলো দেখতে অনেকটা সাপের ফনার মত তাই নামকরণ করা হয়েছে নাগচম্পা। বড় বড় সাদা ফুলের মধ্যে হলুদ দাগ আপনাকে মুগ্ধ করবে।
নার্সারি থেকে কোনো ভালো জাতের নাগচম্পা কিনে আনতে হবে। টবের মধ্যে ভালো জল নিষ্কাশন যুক্ত মাটি তৈরি করতে হবে। মাটির মধ্যে বেশি পরিমাণে গোবর সার অথবা পাতা পচা সার অথবা রান্নাঘরের বর্জ্য পদার্থ বছর ধরে পচিয়ে নিয়ে মাটি তৈরি করতে পারেন।
এই কাজ অনেক রোদ পছন্দ করে, তাই আপনার ছাদ বাগানে যেখানে সাত-আট ঘণ্টা রোদ আসে সেখানে গাছকে অনায়াসে রেখে দিন। ফেব্রুয়ারির শেষের দিকে গাছ ভালো করে কাটাই করে দিন গরমকালে প্রচুর পরিমাণে ফুল পাবেন।
এই গাছের সুন্দর ফুল হওয়ার জন্য পোকামাকড়ের আক্রমণ হয়, তাই মাটির সঙ্গে অবশ্যই নিম খোল মিশিয়ে মাটি তৈরি করুন। এই গাছ ফসফেট পছন্দ করে, তাই মাটির সঙ্গে হাড় গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। এইভাবে স্টেপ বাই স্টেপ করতে পারলে একটা ছাদ বাগানের সুন্দর করে শোভা বৃদ্ধি পাবে নাগচম্পা।