whatsapp channel

Lifestyle: ওয়াশিং মেশিনে ভুলেও কাচতে দেবেন না এই পাঁচটি জিনিস

ওয়াশিং মেশিন আশায় আমাদের জামাকাপড় কাচাও অনেকটা সুবিধাজনক হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন? এই ওয়াশিং মেশিনের কাচার সময় আপনাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে, না হলে কিন্তু জামাকাপড়ের একেবারে…

Avatar

ওয়াশিং মেশিন আশায় আমাদের জামাকাপড় কাচাও অনেকটা সুবিধাজনক হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন? এই ওয়াশিং মেশিনের কাচার সময় আপনাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে, না হলে কিন্তু জামাকাপড়ের একেবারে দফারফা। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

১) ওয়াশিং মেশিনে কখনো শীতের জিনিস কাচবেন না – ওয়াশিং মেশিনে কখনো শীতের পোশাক কাচা উচিত উচিত নয়, কারণ এগুলো উল দিয়ে তৈরি খুব সুন্দর এবং সুক্ষ্ম জিনিস। ওয়াশিং মেশিনের কাচতে নেই, তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে।

Lifestyle: ওয়াশিং মেশিনে ভুলেও কাচতে দেবেন না এই পাঁচটি জিনিস

২) ওয়াশিং মেশিনে বাচ্চাদের মোজা বা কোন ইলাস্টিক দেওয়া জিনিস কাচবেন না – ওয়াশিং মেশিনে কখনো বাচ্চাদের মোজা কাচতে নেই, তাহলে কিন্তু মোজার ইলাস্টিক নষ্ট হয়ে যেতে পারে।

৩) ওয়াশিং মেশিনে অন্তর্বাস কাচা উচিত নয় – ওয়াশিং মেশিনে অন্তর্বাস কাচা উচিত নয়, এতে এগুলি নষ্ট হয়ে যাবে।

Lifestyle: ওয়াশিং মেশিনে ভুলেও কাচতে দেবেন না এই পাঁচটি জিনিস

৪) জরির কাজ করা সূক্ষ্ম পোশাক ওয়াশিং মেশিনে কাচা উচিত নয় – জরির কাজ করা সূক্ষ্ম পোশাক ওয়াশিং মেশিনে কাচা উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে। পোশাক নষ্ট হয়ে যেতে পারে।

৫) পোষ্যর ব্যবহৃত জিনিসপত্র ওয়াশিং মেশিনে কাচা উচিত নয় – পোষ্যের ব্যবহৃত জিনিসপত্র কখনো ওয়াশিং মেশিনে দেবেন না।

whatsapp logo