Bengali SerialHoop Plus

Panchami: পঞ্চমীর কারণে কপাল পুড়ল মাধবীলতার!

চলতি সপ্তাহেই টিআরপি তালিকায় উর্ধমুখী যাত্রা করেছে স্টার জলসার ধারাবাহিক ‘মাধবীলতা’। জি বাংলার লক্ষী কাকিমাকে টক্কর দিয়ে ‘মিঠাই’-এর সাথে যুগ্মভাবে তালিকার সপ্তম স্থান দখল করেছে এই ধারাবাহিক। হয়েছে স্লট চ্যাম্পিয়নও। কিন্তু আচমকা এই কি ঘটল? স্লট বদল নাকি বন্ধের মুখে ধারাবাহিক?

জানা গেছে, আগামী আগামী ৫ই ডিসেম্বর থেকে স্টার জলসায় সন্ধ্যা সাড়ে আটটার স্লট ‘মাধবীলতা’র বদলে দেখা যাবে নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’। যে ধারাবাহিকের সঙ্গে ফের জলসার পর্দায় ফিরছেন ‘অপরাজিতা অপু’ খ্যাত নায়িকা সুস্মিতা দে। কিন্তু বারবার স্লট বদল কেন ‘মাধবীলতা’র? স্লট চ্যাম্পিয়ন হওয়ার পরেও কেন বারবার এই সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের? এই নিয়ে বিরক্ত অনেকেই। কোনো কোনো দর্শক এই ঘটনায় কটাক্ষের সুরে বলেছেন, মাধবীলতা পেনের কালি শেষ হয়ে যাওয়ার কারণে ১০০ পায়নি বলেই হয়তো এই অবিচার হয়েছে।

তবে এর মাঝে উঠছে আরেকটি গুঞ্জনও। তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে ‘মাধবীলতা’ ধারাবাহিকটি? এ প্রসঙ্গে স্টার জলসার তরফে এখনো কিছু ঘোষণা করা হয়নি। তবে বিশেষ সূত্রে জানা গেছে, ‘মাধবীলতা’কে চলতি স্লট থেকে সরিয়ে বিকেল ৫টার স্লটে আনা হতে পারে। তবে ধারাবাহিক বন্ধের কোনোরূপ ইঙ্গিত বা সম্ভাবনার কথা জানায় নি নির্মাতারা। এদিকে আগত ‘পঞ্চমী’র গল্প মূলত নাগিনদের নিয়ে হবে বলেই বোঝা যাচ্ছে প্রোমো দেখে। পঞ্চমী নামের চরিত্রের মেয়েটির কথা শোনে সব নাগ নাগিনীরা। মূলত গল্পের ভাবধারা এটিই। তবে সেটি কি ‘মাধবীলতা’র মতো জনপ্রিয় হতে পারবে? সেটা এখন সময় বলবে।

তবে ‘পঞ্চমী’র স্লট ঘোষণা হতেই এবার অনুরাগীদের মনে একটা প্রশ্ন আসছে, ‘কবে আসবে বাংলা মিডিয়াম?’ তবে ‘বাংলা মিডিয়াম’ শুরু হলেই কপাল পুড়তে পারে খড়ি বৃদ্ধিদের, এমনটাই অনুমান অনেকের।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা