Bengali SerialHoop Plus

TRP: গুলি খেয়ে বাজিমাত ‘জগদ্ধাত্রী’র, নতুন বছরে প্রথম টিআরপিতে টপার হল কে!

একদিন পিছিয়ে প্রকাশ্যে এসেছে সেরা সিরিয়াল গুলির টিআরপি (TRP) লিস্ট। টেলিভিশন ধারাবাহিকের দর্শক এ ক্ষেত্রে টিআরপির দিকে ভরসা করে। কারণ সিরিয়ালের ক্ষেত্রে টিআরপিই হল শেষ কথা। গত বছরের শেষ টিআরপিতে শেষ হাসি হেসেছিল ‘নিম ফুলের মধু’। এবারে কিছুটা পিছিয়ে দ্বিতীয় স্থানে রইল এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৮.৮। প্রথম স্থানে ফিরে এসেছে ‘জগদ্ধাত্রী’। প্রাপ্ত টিআরপি ৯.০। তৃতীয় স্থানে ৮.৬ টিআরপি নিয়ে জায়গা পেয়েছে ‘ফুলকি। চতুর্থ স্থান বরাবরের মতো গিয়েছে স্টার জলসার ‘গীতা LLB’র দখলে। এর প্রাপ্ত নম্বর ৭.৮। পাঁচ নম্বর স্থানে রয়েছে জি বাংলার সবথেকে নতুন সিরিয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’। এই ধারাবাহিক এর প্রাপ্ত নম্বর ৭.৪। ।

ছয় নম্বর স্থানে রয়েছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৩। সাত নম্বরে ৬.৭ টিআরপি তুলে জায়গা করে নিয়েছে স্টারের তিনটি সিরিয়াল ‘তোমাদের রাণী’, ‘সন্ধ্যাতারা’ এবং ‘অনুরাগের ছোঁয়া’। অষ্টম স্থানটিও স্টারের ‘লাভ বিয়ে আজকাল’এর দখলে। সিরিয়ালটি তুলেছে ৬.৬ নম্বর। নবম এবং দশম স্থানে যথাক্রমে ৬.৬ এবং ৬.১ নম্বর নিয়ে জায়গা পেয়েছে ‘জল থই থই ভালোবাসা’ এবং ‘ইচ্ছে পুতুল’ ও ‘কথা’। এক নজরে সম্পূর্ণ টিআরপি তালিকা-

(১) জগদ্ধাত্রী- ৯.০

(২) নিম ফুলের মধু- ৮.৮

(৩) ফুলকি- ৮.৬

(৪) গীতা LLB- ৭.৮

(৫) কোন গোপনে মন ভেসেছে- ৭.৪

(৬) কার কাছে কই মনের কথা- ৭.৩

(৭) তোমাদের রাণী, অনুরাগের ছোঁয়া, সন্ধ্যাতারা- ৬.৭

(৮) লাভ বিয়ে আজকাল- ৬.৬

(৯) জল থই থই ভালোবাসা- ৬.৬

(১০) ইচ্ছে পুতুল, কথা- ৬.১

(১১) তুমি আশেপাশে থাকলে- ৫.৯

(১২) হরগৌরী পাইস হোটেল- ৫.৭

(১৩) আলোর কোলে- ৫.৪

(১৪) রামপ্রসাদ, মিঠিঝোরা- ৪.৭

(১৫) তুঁতে- ৩.৮

(১৬) মিলি- ৩.৭

(১৭) মন দিতে চাই- ৩.৩

(১৮) শ্রীকৃষ্ণ লীলা- ২.৩

(১৯) বোঝেনা সে বোঝেনা- ২.০

 

রিয়েলিটি শো

(১) সানডে ফিকশন ওভারঅল- ৬.৪

(২) দাদাগিরি, দিদি নাম্বার ওয়ান- ৫.৮

(৩) ঘরে ঘরে জি বাংলা- ১.৩

Related Articles