ভোজপুরী গানের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এখন সারা দেশে পৌঁছে গিয়েছে ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রি। গান, ছবি এমনকি মিউজিক ভিডিও- সবকিছুতেই বেশ উন্নতি করেছে ভোজপুরী বিনোদন জগতের নির্মাতারা। প্রায়ই কোনো না কোনো ভোজপুরী গান, নাচ ও ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।গোটা দেশব্যাপী দর্শক রয়েছে এই ভোজপুরী গান ও নাচের। বর্তমানে অনেক বঙ্গবাসীও ভোজপুরী গান পছন্দ করে থাকেন। উত্তেজনাপূর্ণ গানের চটুল ভাষা এবং গানের ভিডিওর মাঝে নায়ক ও নায়িকার আবেদনময়ী দৃশ্য। এই একজোড়া কারণেই আজ ভোজপুরী গানের ভক্তের সংখ্যা অগণিত।
এই ইন্ডাস্ট্রিতে বর্তমানে অনেক অভিনেতা ও অভিনেত্রী কাজ করেন। তবে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন অভিনেতা নিরাহুয়া (Nirahua)। তার আসল নাম দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav)। এই অভিনেতার জনপ্রিয়তা সেই ইন্ডাস্ট্রিতে এখন তুঙ্গে। বলা বাহুল্য, কোনো বলিউড অভিনেতার থেকে তার জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। তাই তার ভিডিও সামাজিক মাধ্যমে এলেই তা মুহূর্তে হয়ে যায় ভাইরাল। অন্যদিকে এই ইন্ডাস্ট্রির এক নামজাদা অভিনেত্রী হলেন আম্রপালি দুবে (Amrapali Dubey)। তারও জনপ্রিয়তা নেহাত কম নয়। বিশেষ করে নিরাহুয়া ও আম্রপালির জুটির চর্চা তো চলতেই থাকে। কারণ বর্তমানে সর্বাধিক চর্চিত ভোজপুরী জুটি হলেন তারা।
বর্তমানে তাদের একটি গান সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই আইটেম গানের ভিডিওতে রোমান্টিক ভঙ্গিমায় দেখা গেছে নিরাহুয়া এবং আম্রপালিকে। ‘হামারে পতিদেব জি’ গানের এই ভিডিওর পরতে পরতে রয়েছে রোমান্টিক দৃশ্য। এই গানের ভিডিওতে নায়িকার পরনে রয়েছে হলুদ ও লাল রংয়ের লেহেঙ্গা চোলি। অন্যদিকে লাল জ্যাকেটে ধরা দিকেন নায়ক। ভিডিওর শুরুতেই একটি মঞ্চের উপর নাচ করতে দেখা গেল নায়ক নায়িকাকে। সেখানের শত শত দর্শকদের সামনে নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হলেন নায়ক। আর এই রোমান্স দেখেই ঘুম উড়ল নেটিজেনদের।
এই গানটি ইতিমধ্যে ইউটিউবের ট্রেন্ডিং গানের তালিকায় উঠে এসেছে। এই গানের পরতে পরতে ঘনিষ্ঠতা, সাহসী দৃশ্য এবং গানের চটুল ভাষা বেশ মনে ধরেছে নেটিজেনদের। তাই ইতিমধ্যে লক্ষাধিক মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। ‘বিনাশক’ ছবির এই গানটি গেয়েছেন নীলকমল সিং ও ইন্দু সোনালী। ‘ইয়াশী ফিল্মস ভোজপুরী’ চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি বর্তমানে ভাইরাল হয়েছে ব্যাপকভাবে।