whatsapp channel

দুই হাজারেরও কম দামে দুর্দান্ত মোবাইল আনলো Nokia

এক সময় ভারতীয় মোবাইল মার্কেটে কেবলই ছিল নোকিয়ার ফোন। তবে কিছু বছর আগে থেকে ভারতে আসতে থাকে বিভিন্ন চীনা সংস্থা। সাথে সাথেই ধসে জেতে থাকে নোকায়ার মার্কেট। পিছিয়ে পড়তে থাকে…

Avatar

HoopHaap Digital Media

এক সময় ভারতীয় মোবাইল মার্কেটে কেবলই ছিল নোকিয়ার ফোন। তবে কিছু বছর আগে থেকে ভারতে আসতে থাকে বিভিন্ন চীনা সংস্থা। সাথে সাথেই ধসে জেতে থাকে নোকায়ার মার্কেট। পিছিয়ে পড়তে থাকে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পনি Nokia। তবে বর্তমানে চীনা কোম্পানিগুলির কদম অনেকটা পিছিয়ে গেছে। সেই কারনে Nokia এর জন্য একটি সুযোগ হতে পারে এটি। অনেকেই চীনা মোবাইল কিনতে চাইছেন না এই সময়। মার্কেট ধরতে ঠিক এই সময়ই Nokia লঞ্চ করে দিয়েছে তাদের দুটি ফোন। এইবার চলুন জানা যাক ফোনগুলি সম্পর্কে-

ফোনদুটি হল Nokia 125 এবং Nokia 150। উভয় ফোনে দেওয়া হয়েছে ডুয়াল সিমের সুবিধা। তবে ফোন দুটির বিশেষত্ব হল ফোন দুটির ব্যাটারি লাইফ। কোম্পানি জানিয়েছে যে ফোনদুটিতে কথা বলা যাবে ১৯.৪ ঘন্টা এছাড়াও স্ট্যান্ডবাই মোডে ফোনটি ২৩.৪ দিন পর্যন্ত চলতে সক্ষম বলেও জানা গিয়েছে।

অন্য সমস্ত ফিচার ফোনের থেকে একটি আলাদা করা উদ্দ্যেশ্যে ফোনগুলিতে দেওয়া হয়েছে অনেক আধুনিক ফিচারও। Nokia 125 এর দাম রাখা হয়েছে ১৯৯৯ টাকা এবং Nokia 150 এর দাম রাখা হয়েছে ২২৯৯ টাকা।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media